সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:02 AM, May 22, 2015
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জাফনা সংগীত উৎসব যাচ্ছে ব্যান্ড লালন। উৎসবের মূল আয়োজন চলবে ২৯ ও ৩০ মে। এর মধ্যে ২৯ মে তারা গাইবেন। এছাড়া জাফনা সংগীত উৎসবের আগের দিন সহযোগী অনুষ্ঠান চিলড্রেন ফেস্ট-এ গাইবে এ দলটি। এবারের উৎসবে আয়োজকদের সঙ্গে যুক্ত আছে নরওয়ের রিকসকনসারটেইন ও বাংলাদেশের লাইভ স্কয়ার।
ব্যান্ডের অন্যতম সদস্য তিতি বলেন, ‘জাফনা সংগীত উৎসব বিশ্বব্যাপী পরিচিত। সেখানে নিজেদের উপস্থাপন করতে পারাটা বেশ আনন্দের। আমরা আগামী ২৭ মে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেব। ২ জুন ঢাকায় ফিরব।’
জাফনা উৎসব শেষে ৩১ মে কলম্বোতে একটি কনসার্টে গাইবে দলটি। জানা গেছে, সেখানে নিজেদের মৌলিক গানের পাশাপাশি ও লালন সাঁইয়ের গান তারা গাইবেন।
এদিকে ব্যান্ডটি দুটি অ্যালবামের কাজ শেষ করেছে। লালনের গান নিয়ে ‘এ ট্রিবিউট টু ফকির লালন সাঁই’ ও মৌলিক গানের ‘সাদাকালো’ অ্যালবাম। ব্যান্ড লালনের আরেক সদস্য সুমি বলেন, ”আমরা লালন সাঁইয়ের গানকে দেশ ও দেশের বাইরে সব ধরনের শ্রোতাদের কাছে নিয়ে যেতে চাই। এই ভাবনা থেকেই তৈরি করেছি ‘এ ট্রিবিউট টু ফকির লালন সাঁই’ অ্যালবামটি।”
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com