সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:29 AM, May 21, 2015
নির্মিত হল ইউনাইটেড মিডিয়া লিমিটেড নিবেদিত ঈদের নাটক ‘বাসন্তি টি স্টল’। শহিদুল হক স্বপনের গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন। পরিচালনা করেছেন সোয়েব সাদিক সজীব।
‘বাসন্তি টি স্টল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন- মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, নয়ন বাবু, প্রসূন আজাদ, প্রাণ রায় প্রমুখ।
নাটকটিতে লাক্স তারকা প্রসূনের মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু ও ফজলুর রহমান বাবু। প্রাণ রায়কে দেখা যাবে বস্তির বখাটে ছেলের চরিত্রে। অন্যদিকে প্রসূনের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন নয়ন বাবু।
‘বাসন্তি টি স্টল’ প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, ‘এই নাটকে আমার বাবা একজন নেশাগ্রস্ত মানুষ। মায়ের একটা চায়ের দোকান আছে। আমি সেই দোকানে বসে চা বিক্রি করি। বস্তির এক গরিব পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।’
অভিনেতা নয়ন বাবু বলেন, ‘গল্প ভাল হলে সেই নাটকে অভিনয় করেও তৃপ্ত হওয়া যায়। এই নাটকের গল্পটি আমার বেশ ভাল লেগেছে। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন প্রসূন আজাদ।’
নাটকটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এ কে এম আশরাফুল হক। তিনি বলেন, “ইউনাইটেড মিডিয়া ‘একটুকু ছোঁয়া লাগে’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক প্রযোজনা করছে। পাশাপাশি একক নাটকও প্রযোজনা করছে। আমার বিশ্বাস, ‘বাসন্তি টি স্টল’ নাটকটি দর্শক পছন্দ করবেন।’
নির্মাতা সোয়েব সাদিক জানান, ‘বাসন্তি টি স্টল’-এর চিত্রায়নে কোনো কমতি রাখা হয়নি। নাটকটির শুটিং হয়েছে মোহাম্মদপুর বস্তিতে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com