সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:06 AM, May 19, 2015
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে চ্যারিটি কনসার্ট। আগামী ২১ মে রাজধানীর কলাবাগান মাঠে ‘প্রাণ আপ কনসার্ট’ নামের এ আয়োজনটি হবে। এতে অংশ নেবে দেশের জনপ্রিয় ১২টি ব্যান্ড ও বেশ কয়েকজন সংগীতশিল্পী। ব্যান্ডের মধ্যে আছে এলআরবি, সোলস, ফিডব্যাক, আর্ক, ব্ল্যাক, শূন্য ও পেন্টাগন। এছাড়াও গাইবেন কণা, সজল, টিনা মোস্তারী, রেশমী, এইচ এম রানাসহ অনেকে।
আয়োজকরা জানান, কনসার্টটি শুরু হবে বিকাল তিনটায়। আর দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্যে গেট উন্মুক্ত থাকবে। এতে থাকছেন সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য তারকারাও। অার টিকিট পাওয়া যাবে ১৪ মে থেকে সুপারমল স্বপ্ন’র সব আউটলেটে। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। এছাড়াও দর্শকরা কনসার্টের দিন কলাবাগান মাঠ থেকেও টিকিট সংগ্রহ করতে পারবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com