সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:20 AM, May 19, 2015
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান সামিয়া। ভর্তির পাশাপাশি কক্সবাজারে বেড়াতে গিয়ে বিপদে পড়েন তিনি। সেখানে তাকে সাহায্য করে হিমেল। হিমেলকে দেখার পর সামিয়ার মনে পড়ে পুরানো দিনের কথা। শুরু হয় নতুন গল্প। এমনই একটি কাহিনী নিয়ে কক্সবাজারে দৃশ্যায়ন করা হয়েছে একটি খন্ড নাটকের। নাম ‘চেনা অচেনা’।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সকাল আহমেদ। এখানে হিমেল চরিত্রে আনিসুর রহমান মিলন ও সামিয়া চরিত্রে অভিনয় করেছেন তারিন রহমান। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি আশরাফ ও লাবণ্য।
নাটকটি নিয়ে তারিন রহমান বাংলানিউজকে বলেন, ‘২০১২ সালে লাক্সের আসরে সেরা সাতে ছিলাম আমি। পড়াশুনার কারণে বেশকিছু দিন কাজ করা হয়নি। আবারো কাজে ফিরেছি। মিলন ভাইয়ের সাথে কাজটা করে বেশ ভালো লেগেছে। তিনি কাজে বেশ সহযোগিতা করেছেন। আর নাটকের গল্পটিও দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।’
খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে নাটক ‘চেনা অচেনা’।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com