সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:13 AM, May 16, 2015
বিনোদন ডেস্ক :সাম্প্রতিক ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে তার এই অবস্থান। দু’একটি চলচ্চিত্র ছাড়া বাকি সব চলচ্চিত্রই তিনি করেছেন জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। সম্প্রতি মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের চির ধরেছে। এখবর সবারই জানা। অভিমানবশত চলচ্চিত্রকে বিদায় জানান মাহি। আবার ফিরেও আসেন। জাজ মাল্টি মিডিয়া মাহির বদলে নুসরাত ফারিয়ার সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়। সবাই ধারণা করছিলো মাহির সঙে্গ জাজ এর সম্পর্কের শেষ ফলাফল এটিই। কিন্তু মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘অগ্নি টু’ সহ বেশ কিছু চলচ্চিত্রের কাজ বাকি থাকায় আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সম্প্রতি মাহিকে নিয়ে বেশ কিছু গুজব নির্ভর তথ্য প্রকাশ করা হয়। মাহির যৌনরত অবস্থায় ভিডিওসহ, প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে মাহির প্রণয় সম্পর্ক জড়িয়ে নানা তথ্য নির্ভর সংবাদ প্রচার করা হয়। বিভিন্ন প্রেস রিলিজের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলোতে সংবাদগুলো প্রেরণ করা হয়।
নিজের সেক্স স্ক্যাণ্ডাল এবং নতুন প্রেম প্রসঙ্গে মাহিয়া মাহি তার বক্তব্যে বিষয়গুলো পুরোপুরি অস্বীকার করেছেন। মাহি তার ব্কতব্যে বলেন , ‘যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তা আমার যে নয় তা যে কেউ দেখলেই বুঝবেন। আর নির্মাতা আরশাদ আদনানের সঙ্গেও পেশাদিত্বের বাইরে আমার কোন সম্পর্ক নেই। ’
এদিকে দীর্ঘদিনের বন্ধুর এই দূর্যোগে হাত না বাড়িয়ে হাত ছেড়ে দিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। জাজ মাল্টিমিডিয়াকে একটি স্বনামধন্য প্রতিশষ্ঠান দাবি করে আব্দুল আজিজ বলেছেন, ‘মাহির সঙ্গে আর জাজ থাকবে না। কারণ আমাদের প্রতিষ্ঠানের একটি সুনাম রয়েছে। বিগত কয়েকদিনের ঘটনায় সেই সুনাম ক্ষুন্ন করেছে মাহি। তাই জাজের নতুন কোনো ছবিতে মাহি থাকবে না। এটাই চুড়ান্ত।’
মাহির সঙ্গে না থাকার এ নাটকিয় সিদ্ধান্তে ১৬ এপ্রিল রাতেই প্রিয়.কমকে আলিমুল্লাহ খোকন জানান, বিতর্কিত কাউকে নিয়ে আমরা ছবি বানাতে চাই না। জাজ সুস্থ ধারার ছবি বানাতে চায়।’
তবে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে মাহিয়া মাহির টানাপোড়েনের জের ধরে দীর্ঘদিন ধরে মাহিকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয়ার ছুতো খুঁজছিলো জাজ। মাহির স্কেস ভিডিও কিংবা আরশাদ আদনানের সঙ্গে মাহির গোপন সম্পর্কের খবর প্রচারের জন্য জাজকেই মূল হোতা বলে ভাবছেন অনেকে। আবার অনেকে ভাবছেন, আরশাদ আদনান আলোচনার আসার জন্য নিজেই এসব সংবাদ প্রচার করছেন। জনে জনে বলে বেড়াচ্ছেন।’
তাই জাজ মাল্টিডিয়াকে দেয়া মাহিয়া মাহির দীর্ঘদিনের শ্রম অসম্মানের ধুলোয় পতিত হতে যাচ্ছে। মাহির সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও ফোন ধরছেন না মাহি। হয়তো হাটে হাড়ি ভাঙতেই অপেক্ষা তার…
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com