সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:33 AM, May 13, 2015
আরো একটি বড় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালের কোদারিতে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে শুধু নেপালই নয়, কেঁপে উঠেছে চীন, ভারত ও বাংলাদেশও। এর মধ্যে ভারতের দিল্লি, পশ্চিমবঙ্গ ও বিহারে কম্পনের পরিমাণটা বেশি ছিল। কম্পনটা বলিউড তারকা সোনাক্ষী সিনহাও বেশ ভালোভাবেই অনুভব করতে পেরেছেন। ভূমিকম্প হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি টুইটারে লেখেন, ‘হায় ঈশ্বর, মনে হলো কেউ আমাকে দোলনায় দোলাচ্ছে। এর পরই খবর পেলাম নেপালে আবার ভূমিকম্প হয়েছে। ওহ, নেপালে সবাই ঠিক আছে তো?’ সোনাক্ষীর এই স্টেটাস ছড়িয়ে পড়ার আগেই টুইটারে ভেসে ওঠে তাপসী পান্নুর কথা। তিনি লেখেন, ‘না…আবার নেপাল? ওখানেই কেন? এটা খুবই দুঃখজনক। একটা ছোট সুন্দর দেশের প্রতি এত আক্রোশ কেন?’ পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ওহ হোয়াট দি এফ…মুম্বাইতেও ভূমিকম্প! কী হচ্ছে এসব?’ গায়ক, সুরকার মিকা সিং লিখেছেন, ‘ধরণীমাতা কিছু একটা বলতে চাইছে। আমাদের উচিত সেটাই খুব মনোযোগ দিয়ে শোনা এবং তাঁর কথার মর্যাদা দেওয়া। আরো একটা ভূমিকম্প, আবারও নেপালেই। আশা করি, ওখানে সবাই ভালো আছে।’ সাবেক বলিউড তারকা ও সমাজকর্মী সেলিনা জেটলি লিখেছেন, ‘ঈশ্বর, নেপালকে রক্ষা করুন। ছোট সুন্দর এ দেশে একের পর এক দুর্যোগের খবরে মনটা ভেঙে যাচ্ছে।’
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com