সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:45 PM, September 17, 2014
বিনোদন ডেস্ক : সিনেমা জগতে এখনও তেমন সুবিধা করতে পারেননি তিনি। তবে মন কেড়েছেন হাজারও তরুনের।
যাদের স্বপ্নের রানী সোনম কাপুর তাদের জন্য একটি তরতাজা গরম খবর আছে। প্রেমিক খুঁজছেন সোনম কাপুর!
সম্প্রতি জি ক্যাফে’র ধারণ করা এক অনুষ্ঠানে ব্যক্তিগত ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে কথা বলেন তিনি।
তিনি জানান, আমি এমন একজন মানুষ খুঁজছি- যে আমাকে কখনই ডুবে যেতে দেবে না। সন্তানদের সঙ্গে আমি আমার সমস্ত গল্পই নিজে করতে চাই।
আর ক্যারিয়ারের ব্যাপারে জানিয়েছেন, তিনি হতে চান একজন প্রযোজক।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com