এবার প্রেমিকের খোঁজে সোনম!

প্রকাশিত: 1:45 PM, September 17, 2014

এবার প্রেমিকের খোঁজে সোনম!

Sonam-Kapoorবিনোদন ডেস্ক : সিনেমা জগতে এখনও তেমন সুবিধা করতে পারেননি তিনি। তবে মন কেড়েছেন হাজারও তরুনের।
যাদের স্বপ্নের রানী সোনম কাপুর তাদের জন্য একটি তরতাজা গরম খবর আছে। প্রেমিক খুঁজছেন সোনম কাপুর!
সম্প্রতি জি ক্যাফে’র ধারণ করা এক অনুষ্ঠানে ব্যক্তিগত ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে কথা বলেন তিনি।
তিনি জানান, আমি এমন একজন মানুষ খুঁজছি- যে আমাকে কখনই ডুবে যেতে দেবে না। সন্তানদের সঙ্গে আমি আমার সমস্ত গল্পই নিজে করতে চাই।
আর ক্যারিয়ারের ব্যাপারে জানিয়েছেন, তিনি হতে চান একজন প্রযোজক।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 113 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ