সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:51 AM, April 30, 2015
ডেস্ক রিপোর্ট:একযুগেরও অধিক সময় ধরে ছোটপর্দার সফল অভিনেতা ও নির্মাতা ডি এ তায়েব আসছেন এবার হালের আলোচিত মুখ, রুপালী পর্দার লাস্যময়ী কন্যা পরীমণিকে নিয়ে ‘সোনাবন্ধু’ নামক নতুন এক ছবিতে।
শুভ টেলিফিল্ম’স এর ব্যানারে নির্মিত ‘সোনাবন্ধু’ ছবিটি পরিচালনা করবেন জাহাঙ্গীর আলম সুমন।
ছবিটি সম্পর্কে জাহাঙ্গীর আলম জীবন বলেন, ভিন্ন ধাঁচের গল্প নিয়ে তৈরি হবে সোনাবন্ধু ছবিটি। যা দেখে দর্শদের মনে বিনোদনের খোরাক জন্মাবে বলে আমি মনে করি। তিনি আর বলেন, ‘সোনাবন্ধুতে’ গান গুলোতেও থাকবে নতুনত্বের ছোঁয়া। বারি সিদ্দিকি, মমতাজ ও সালমার গান থাকবে এ ছবিতে। যা সকল দর্শক হৃদয়ে স্থান করে নেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
জানা গেছে, ইতোমধ্যে গানের রেকর্ডিং প্রায় শেষ পর্যায়ে। আগামী মাসের শুরুর দিকে এ ছবির কাজ শুরু হবে।
‘সোনাবন্ধু’ ছবির চিত্রনাট্য করেছেন মমর রুবেল এবং কাহিনী মাহবুবা শাহ্রিনের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রযোজনা সংস্থা সূত্র থেকে জানানো হয়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com