সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:46 AM, September 13, 2014
বিনোদন ডেস্ক : পিকে ছবিতে আমির খানের নগ্ন ছবি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছিল ভারতে। সেই ঝড় থামতে না থামতেই নতুন সমালোচনার ঝড় তুলেছে নতুন ছবি ওকে।
পিকে ছবির পোস্টারে আমির খানকে দেখা গিয়েছিল টেপ রেকর্ডার দিয়ে গোপন অঙ্গ ঢেকে দাঁড়িয়ে থাকতে। এবার ওকে ছবির পোস্টারে দেখা গেল অভিনেত্রী পুনম রাই রেললাইনে দাঁড়িয়ে আছেন একটি ক্যামেরা দিয়ে তার গোপন অঙ্গ ঢেকে।
ওকে ছবিটি পরিচালনা করেছেন কান্তি শাহ। তিনি জানিয়েছেন, এ ছবিটির গল্প এক স্কুলছাত্রী ও তার বন্ধুকে ঘিরে। ছেলেমেয়ের প্রেমের গল্প দেখা যাবে ছবিটিতে। পাশাপাশি সমকামিতার গল্পও থাকবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com