পায়েল ইন, শ্রাবন্তী আউট !

প্রকাশিত: 1:15 PM, September 12, 2014

পায়েল ইন, শ্রাবন্তী আউট !

1614-300x166বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় পরিচালক রাজীব বিশ্বাস তাঁর ‘অমানুষ’ সিনেমার সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন। ‘অমানুষ’ সিনেমায় নায়িকা হিসেবে ছিলেন শ্রাবন্তী। তবে এবার ‘অমানুষ টু’ থেকে বাদ পড়লেন তিনি।
শ্রাবন্তীর পরিবর্তে ‘অমানুষ টু’-এ অভিনয় করবেন ‘প্রেম আমার’ চলচ্চিত্র খ্যাত নায়িকা পায়েল সরকার। আগের সিনেমার মতো নায়ক হিসেবে থাকছেন সোহম।
উল্লেখ্য, পরিচালক রাজীব ও শ্রাবন্তী একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু দুজনের মধ্যে মতো বিরোধের রেশ ধরে অবশেষে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙ্গে যায়। বর্তমানে শ্রাবন্তী আলাদা ভাবে বসবাস করছেন।
ধারণা করা হচ্ছে, দুজনের ব্যাক্তিগত খারাপ সম্পর্কের রেশ ধরেই রাজীব ‘অমানুষ টু’-এর সিক্যুয়াল থেকে শ্রাবন্তীকে বাদ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 92 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ