সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:51 AM, April 26, 2015
ডেস্ক রিপোর্ট:গতকাল শনিবার দুপুরে নেপালে ভূমিকম্পের সময় শুটিং করছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ কোরাইয়া, রুনা খান, নোমিরাসহ আরো অনেকে। ভূমিকম্পের পর অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁদের নিরাপত্তা। তবে এখন তাঁরা মোটামুটি নিরাপদ; অবস্থান করছেন নেপালের বাংলাদেশ দূতাবাসে।
অভিনেতা কল্যাণ কোরাইয়া আজ বরিবার সকালে ফেসবুক আলাপে নিশ্চিত করেন, তাঁরা এখন ভালো ও নিরাপদে অবস্থানে আছেন। এখন রয়েছেন নেপালের বাংলাদেশ দূতাবাসে। যত দ্রুত সম্ভব দেশে ফেরার চেষ্টা করবেন তাঁরা।
ভূমিকম্পের কবলে পড়ে তারকাদের মধ্যে আঘাত পেয়েছেন কয়েকজন। এর মধ্যে শিল্পী রুনা খান হাতে-পায়ে বেশ ভালো ব্যথা পেয়েছেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com