ফল নিয়ে না ভেবে ভালো খেলার চিন্তা করছি: মাশরাফি

প্রকাশিত: 4:04 AM, February 24, 2016

ফল নিয়ে না ভেবে ভালো খেলার চিন্তা করছি: মাশরাফি
এশিয়া কাপের প্রথম খেলায় আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী।

ম্যাচের আগের দিন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা সংবাদ সম্মেলনে বলেন, ফল কি হবে সেটা নিয়ে চিন্তা করার থেকে আমরা ভালো খেলার চিন্তা করছি। সেটাই এখন গুরুত্বপূর্ণ।

মাশরাফি বলেন, ভারত বিশ্বের অন্যতম সেরা একটি দল। ওদের হারাতে গেলে আমাদের তিন বিভাগেই আপ টু মার্ক থাকতে হবে। আমরা আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে পারি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 84 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ