সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:59 AM, April 25, 2015
বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমায় পরিণীতি চোপড়াকে শেষবার দেখা গিয়েছিল কিল দিল সিনেমায়। কিন্তু তারপর থেকে আর দেখাই নেই পরিণীতির। এদিকে নতুন বছরে কোনো সিনেমায় কাজ করছেন এমন খবরও নেই। তবে এবার অপেক্ষার দিন শেষ, নিজ ফর্মে ফিরছেন পরিণীতি। আর তাকে পর্দায় হাজির করছেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আবারো সিনেমা প্রযোজনা করতে চলেছেন প্রিয়াঙ্কা। সিনেমা প্রযোজনা প্রিয়াঙ্কার নতুন বিষয় না হলেও, এবার খবরে প্রিয়াঙ্কার প্রযোজনার বিষয়টি বেশ আলোচিত হয়েছে, সেটি বোন পরিণীতির জন্য হওয়ায়।
বোন পরিণীতির জন্য এবার প্রযোজকের পোশাক গায়ে পড়বেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, কোন সিনেমা প্রযোজনা করবেন তার দায়িত্বও দিয়েছেন বোনের ওপর।
জানা গেছে, পরিণীতির কাছে বেশ কয়েকটি সিনেমার অফার এসেছে। আর এর মধ্যে থেকে পরিণীতি যে সিনেমাটি বেছে নেবেন প্রিয়াঙ্কা সেই সিনেমাটিতেই দায়িত্ব সামলাবেন প্রযোজক রূপে।
বলিউডে এই দু’বোনের কেমিস্ট্রির কথা সকলেরই জানা। এখনো দিদি প্রিয়াঙ্কা ছাড়া নাকি এক পা-ও এগোনোর কথা ভাবতে পারেন না পরিণীতি। সব সময় দিদির পরামর্শের দরকার হয় তার।
লেডিস ভারসেস রিকি বেল সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পরিণীতি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন সিনেমার স্ক্রিপ্ট নির্বাচনে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com