সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:36 AM, April 24, 2015
ডেস্ক রিপোর্ট:দীর্ঘ ১৩ বছরের শুনানির সমাপ্তি ঘটেছে সোমবার। বাদি আর আসামি দুপক্ষের যুক্তি উপস্থাপন শেষ।এবার অপেক্ষা রায়ের। দোষী সাব্যস্ত হলেই ১০ বছরের কারাদণ্ড অপেক্ষা করছে বলিউডের ‘ওয়ান্টেড’ ব্যাচেলর সালমানের খানের জন্য। আগাম আঁচ করা যাচ্ছে না কিছুই। দেখা যাক কী রায় দেন বিচারক ডিডাব্লিউ দেশপান্ডে।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর। রাতে গাড়ি করে ফিরছিলেন সালমান। সঙ্গে দেহরক্ষীসহ ছিল আরও কয়েকজন। তাদেরই একজনের অভিযোগ- সালমানের অবস্থা সে রাতে সুবিধের ছিল না। উল্টোপাল্টা ড্রাইভিংয়ের কারণে বান্দ্রা শহরের একটি বস্তিতে উঠিয়ে দেন টয়োটা ল্যান্ড ক্রুজার। ঘটনাস্থলেই মারা যান একজন, আহত হন আরও চারজন। এরপর থেকেই চলতে থাকে বিচার। গত ২০১৩ সালে বেপরোয়া গাড়ি চালনা থেকে অভিযোগটা আরও গুরুতর হওয়ায় পুরো মামলাটাকেই আবার নতুন করে চালু করার ঘোষণা দেয় ভারতের একটি সেশন আদালত।
এই অভিনেতার পক্ষের আইনজীবীর ভাষ্য হলো, সে রাতে গাড়ি সালমান চালাননি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com