সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:58 PM, February 23, 2016
প্রথমধাপে অনুষ্ঠিতব্য ৭৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে ৬৭১টিতে মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। তৃণমূল নেতৃত্বের সুপারিশে উত্তীর্ণদের দলীয় মনোনয়নপত্র বিতরণও শেষ করেছে দলটি। বাকি ইউনিয়ন পরিষদগুলোর বেশিরভাগেই সরাসরি থাকছে না ধানের শীষ প্রতীকের প্রার্থী। ওই ইউনিয়নগুলোতে স্থানীয় পর্যায়ে সমঝোতার মাধ্যমে প্রার্থীর সমর্থন চূড়ান্ত করা হবে। বিএনপির মনোনয়ন দেখভালের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান জানান, ৭৩৯টি ইউপির মধ্যে ৭১৮টিতেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে কিছু ইউপিতে জোটের শরিকদের ছাড় দেয়া হচ্ছে। তিনি বলেন, আবার কিছু ইউপিতে প্রার্থী সঙ্কট রয়েছে। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নানা হয়রানী, হুমকি-ধামকি ও মামলা-হামলার কারণে অন্তত ১৫টি ইউপিতে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে রাজী হননি কেউ। অনেক জায়গায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে। তিনি বলেন, সেখানে সরাসরি বিএনপির প্রার্থী থাকবে না সেখানে জোটের ও সমমনা প্রার্থীদের সমর্থন দেবে বিএনপি। এ বিষয়টি স্থানীয় পর্যায়েই আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে।
ঢাকা বিভাগ:
ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুরে আবদুল হালিম, নারিশায় লুৎফর রহমান, বিলাসপুরে ছামাদ বেপারী, কুসুমহাটিতে মাহবুবুর রহমান পান্নু, নয়াবাড়ীতে আবুল হোসেন খান। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়ায় ছিদ্দিকুর রহমান, সাহাবাতপুরে আবুল হোসেন, ভদ্রায় হাবিবুর রহমান খান, ভারড়ায় মনিরুজ্জামান লিটন, ধুবড়িয়ায় আশিকুর রহমান নিশাত, দপতিয়ায় ফিরোজ সিদ্দিকী, আটগ্রাম বেকড়ায় আবদুল বারেক বারী, মোকনায় আতাউর রহমান খান কোকা, মামুদনগরে মাহে আলম মিয়া, গয়হাটায় হারুন অর রশীদ, সলিমাবাদে ফরিদ আহমেদ ভূইয়া, নাগরপুরে হাবিবুর রহমান হবি। নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মন্দিপুরে আজহারুল ইসলাম, গাজীপুরে আবদুল মজিদ, কৃষ্ণপুরে আবদুর রহমান, নগরে জয়শচীন্দ্র, খালিয়াজুরী সদরে মাহবুবর রহমান, চাকুয়ায় মির্জা জিয়াউদ্দিন। নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়ায় লালমিয়া, ডাঙ্গায় হাজী শফিকুল ইসলাম।
কিশোরগঞ্জ জেলা সদরের লতিবাবাদে শহিদুল ইসলাম, মহিনন্দনে সালাহউদ্দিন, মারিয়ায় ওবায়দুল্লাহ, বৌলাই নুরুল হক, বিন্নবাটিতে এএইচএম লুৎফুল বারী খোকন, মাইজখাপনে রোকন উদ্দিন ভূঞা, যশোদলে রুকন উদ্দিন, চৌদ্দশতে আমিনুল হক রতন, দানাপাটুলীতে আরিফুল হক, রশিদাবাদে ইদ্রিস মিয়া, কর্শাকাড়িয়াইলে জালাল উদ্দিন।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ায় আজিম আল রাজী, বালুচরে আমিন উদ্দিন চৌধুরী, লতব্দীতে খলিলুর রহমান মাহমুদ, মালখানগরে আজিজুল হক খান, রশুনিয়ায় আবদুল খালেক শিকদার, বয়রাগাদীতে খন্দকার মাহমুদ উর রহমান, কোলায় তাহের খান, ইছাপুরায় কাজী কামরুজ্জামান লিপু, বাসাইলে কবির হোসেন, জৈনসারে শেখ নাজিম উদ্দিন। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাওয়ে ওমর ফারুক, নন্নীতে আবদুর রশিদ সরকার, রাজনগরে আতাউর রহমান, নয়াবিলে ইউনুছ আলী দেওয়ান, রামচন্দ্রকুড়ায় ফজলুল হক দেলোয়ার, কাকরকান্দিতে মুহাম্মদ আনিছুর রহমান, নালিতাবাড়ী সদরে আশরাফ আলী, রূপনারায়ণকুড়ায় আবদুর রহমান তারা, মরিচ পুরানে আইয়ুব আলী, যোগানিয়ায় ছামিদুল ইসলাম, বাঘবেড়ে আমিনুল ইসলাম জিন্নাহ ও কলসপাড়ে রেজাউল করিম রিয়াজুল।
চট্টগ্রাম বিভাগ :
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ভানীতে হারুন অর রশিদ, বরকামতায় হারুনুর রশিদ, ফাতেহাবাদে জাহিদ হাসান, এলাহাবাদে কাজী মাসুদ হাসান, জাফরগঞ্জে মিজানুর রহমান, সুবিলে মো. হোসেন, ধামতীতে আনোয়ার হোসেন ভূইয়া, রাজামেহারে মনিরুল ইসলাম সরকার, বরকামতায় হারুনুর রশিদ, মোহনপুরে সহিদুল ইসলাম, রসুলপুরে মাহাবুব আলম, ইউসুফপুরে দেলোয়ার হোসেন সরকার ও সুলতানপুরে জাকির হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদে বিল্লাল হোসেন, দরিকান্দিতে আবদুর করিম, ফরদাবাদে সালাহ উদ্দিন, পাহাড়িয়া কান্দিতে এসএম দেলোয়ার হোসেন, তেজখালীতে আবদুর রাজ্জাক, ছয়ফুল্লা কান্দিতে শাহজাহান, মানিকপুরে ফজলুল হক, সোনারামপুরে নাছির উদ্দিন, রুপসদীতে দেলোয়ার হোসেন, আশুগঞ্জ উপজেলার লালপুরে আসকর দেওয়ার জামাল, তারুয়ায় কবির হোসেন, শরিফপুরে আব্দুল আওয়াল, আড়াই সিধায় ইউনুছ ভুইয়া, দুর্গাপুরে মিজান খান, চরচারতলায় ফাইজুর রহমান ও পশ্চিম তালশহরে গোলাম নবী খান। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জে মোসলে উদ্দীন, চরফলকনে আবদুল অদুদ হাং, পাটারীর হাটে জামাল উদ্দিন ও রামগতি উপজেলার চরবাদামে এহতেশামুল হক। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানকে এনামুল করিম, মাতারবাড়িতে নাসির উদ্দিন মোহাম্মদ বাবর চৌধুরী, কালারমারছড়ায় আলহাজ এখলাছুর রহমান, কুতুবজুমে শফিউল আলম, ধলঘাটায় সরওয়ার আলম শাহীন, ছোট মহেশখালীতে নুরুল হুদা ও বড় মহেশখালী আকতার কামাল চৌধুরী, কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুংয়ে নেজাম উদ্দিন, দক্ষিণ ধূরুংয়ে সৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালীতে আকতার হোছাইন, কৈয়ারবিলে জালাল আহমদ, বড়ঘোপে মোহাম্মদ মোবারক হোসাইন, আলী আকবর ডেইলে ফিরোজ খান চৌধুরী, টেকনাফ উপজেলার সদরে মোক্তার আহমেদ, হ্নীলায় জাফর আলম, হোয়াইকংয়ে জোনায়েদ আলী, বাহারছড়ায় মো. সিকান্দর, সাবরাংয়ে সুলতান আহমদ ও সেন্টমার্টিনে আবদুর রহমান।
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলীতে মজিবুল হক।
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচরে নাছির উদ্দিন, সোনাদিয়ায় জোবায়ের হোসেন, তমরদ্দিতে আলাউদ্দিন, নিঝুমদ্বীপে ইব্রাহীম, জাহাজমারায় লাৎফুল্লাহিল মজিদ নিশান, সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুরে খাইরুন আলম সেলিম, চরগুয়াপদায় জামাল উদ্দিন, চরজব্বরে মো. আবদুল্লাহ, পূর্বচরবাটায় জামাল উদ্দিন গাজী, চরজুবলীতে মীর নিজামউদ্দিন, চরক্লার্কে বশির আহেমদ, চরবাটায় নুর মাওলা ও চর আমানুল্লায় আবুল কাশেম।
সিলেট বিভাগ:
সিলেট জেলার সদরের কান্দিগাঁওয়ে আহমদ আলী, মোঘলগাঁওয়ে মাসুক মিয়া, টুকের বাজারে আলহাজ্ব শহিদ আহমদ, টুলটিকরে কাজী মুহিবুর রহমান, খাদিমপাড়ায় ফারুক আহমদ, খাদিমনগরে ইলিয়াস আলী, হাটখোলায় আজির উদ্দিন, জালালাবাদে ইসলাম উদ্দিন।
রংপুর বিভাগ:
পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার তিরনইহাটে আলমগীর হোসেন, বাংলাবান্দায় শাহা আলম কিরন, বুড়াবুডিতে কলিমউদ্দিন, ভজনপুরে মকসেদ আলী, তেতুঁলিয়ায় সাইদুর রহমান মিয়া, শালবাহানে মতিয়ার রহমান, দেবনগরে মহসিন উল হক। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়ায় সারোয়ার হোসেন, ঘোড়াঘাটে তহিদুল হক, পালশায় একেএম মনিরুজ্জামান, বুলাকীপুরে মাহফুজুর রহমান, হাকিমপুর উপজেলার বোয়ালদারে মেফতাহুল জান্নাত, আলীহাটে এমদাদুল হক, খাট্ট্রামাধবপাড়ায় আবদুল মালেক।
বরিশাল বিভাগ:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়ায় মজিবর রহমান, টিয়াখালীতে গাজী আক্কাস উদ্দিন, নীলগঞ্জে কামরুজ্জামান শহিদ, দশমিনা সদরে রুহুল আমিন মোল্লা, আলীপুরে নুরুজ্জামান, বাঁশবাড়ীয়ায় আলতাফ হোসেন আকন্দ, বহরমপুরে সৈয়দ মাহফুজুর রহমান, বেতাগীর সাংকিপুরে সাইদুর রহমান, মির্জাগঞ্জের মজিদবাড়ীয়ায় আবদুল বারীক মিয়া, কাকড়াবুনিয়ায় খলিলুর রহমান, মাধবখালীতে তৈয়ব আলী মোল্লা, দেউলী সুবিদখালীতে মোবারক আলী, আমড়াগাছিয়ায় জাহাঙ্গীর হোসাইন, মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদার, গলাচিপার ডাকুয়ায় খন্দকার মো. মিজানুর রহমান, চরবিশ্বাসে মো. রেনু আক্তার, কলাগাছিয়ায় মোশারেফ হোসেন, চিকনিকান্দিতে শিপলু খান, বকুলবাড়িয়ায় হুমায়ুন কবির রতনদি তালতলীতে মুহাম্মাদ শহিদুল ইসলাম মোল্লা, গলাচিপায় মুহাম্মদ বাহাউদ্দীন, পানপট্টিতে মাসুম বিল্লাহ, গোলখালীতে মুস্তাফিজুর রহমান, আমখোলায় কামাল হোসেন, চরকাজলে গোলাম মস্তফা, গজালিয়ায় রফিকুল ইসলাম, রাঙ্গাবালী সদরে আবদুর রহমান ফরাজী, চরমোন্তাজে নজরুল ইসলাম, ছোটবাইশদিয়ায় মিজানুর রহমান নবু, দুমকী উপজেলার চালিতাবুনিয়ায় হাফিজুর রহমান সিদ্দিক, মূলাদীয়ায় তারিকুল ইসলাম, আঙ্গারিয়ায় আহসান ফারুক, পাঙ্গাশিয়ায় এফএম আনোয়ারুল হক, আউলিয়াপুরে জাকির হোসেন সিকদার, মরিচবুনিয়ায় বশিরউদ্দিন শিকদার, ছোট দিঘাইয়ে শিউলী বেগম, মাদার বুনিয়ায় মোশারফ হোসেন, লোয়ালিয়ায় দেলোয়ার হোসেন, বদরপুরে আবদুস সালাম শরিফ, বাউফল উপজেলার কেশবপুরে শহিদুল ইসলাম, ধুলিয়ায় আবদুল জব্বার মৃধা, কালিশুরীতে এসএম আবদুল জব্বার রায়হান, কাছিপাড়ায় ফোরকান আকন, চন্দ্রদ্বীপে বাবুল খাঁ, নওমালায় কেএম আনোয়ার হোসেন, আদাবাড়িয়ায় জসিমউদ্দিন হাওলাদার, কালাইয়ায় নূর হোসেন খান, বগায় আবদুল গনি সিকদার, কনকদিয়ায় গোলাম সরোয়ার জাহাঙ্গীর ও সূর্য্যমনিতে মনিরুজ্জামান। ভোলা জেলার সদর উপজেলার শিবপুরে একেএম নূর হোসেন, চরসামাইয়ায় মূছা কালিমল্যাহ, দক্ষিণ দিঘলদীতে শাহ নেওয়াজ, ভেদুরিয়ায় কাজী আবু তাহের, ভেলুমিয়ায় আবদুল জলিল খান, উত্তর দিঘলদীতে রাইসুল আলম, পশ্চিম ইলিশায় হাসান তৌফিক রিহীন, বাপ্তায় মনিরুল হুদা, আলীনগরে জামাল উদ্দিন, ধনিয়ায় কামরুল হাসান, দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগরে আলহাজ্ব ফজলুল হক হাওলাদার, চরখলিফায় হারুন উর রশিদ, মদনপুরে আলমগীর, মেদুয়ায় শাহজাহান মিয়া, চরপাতায় আবদুল মান্নান হাওলাদার, উত্তর জয়নগরে জহুরুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়ায় হুমায়ন কবির, হাসান নগরে জসিম উদ্দিন চৌধুরী, কাচিয়ায় শেখ সাদী, দেউলায় আমীর হোসেন, টবগীতে সোহরাব হোসেন, গঙ্গাপুরে ফরিদুর রহমান, কুতুবায় মো. আজম, সাচড়ায় ফজলুর রহমান বাচ্চু মোল্লা, বড়মানিকায় শিয়াব উদ্দীন হাওলাদার, লালমোহন উপজেলার বদরপুরে আলতাফ হোসেন, ধলীগৌরনগরে দেলোয়ার হোসেন নসু, লালমোহনে আজিজুল ইসলাম, রমাগঞ্জে জাকির হোসেন, চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল নগরে মো. গজনবী, মজিবনগরে ছাবের আহাম্মদ, রসূলপুরে ছালাহ উদ্দিন, জাহানপুরে আলহাজ্ব শহিদুল ইসলাম, এওয়াজপুরে মোস্তফা কামাল, চরকলমীতে রেজাউল করিম, হাজারীগঞ্জে শাহীন আলম, ঢালচরে জাহাঙ্গীর হোসেন, চরমানিকায় সাইফুল ইসলাম, চরমাদ্রাজে ফখর উদ্দিন শাহীন, মনপুরা উপজেরার হাজিরহাটে মফিজুর রহমান মিলন, তজুমদ্দিন উপজেলার চাঁদপুরে একেএম মহিউদ্দিন, শম্ভুপুরে আলমগীর খোকন ও চাঁচড়ায় জাহাঙ্গীর আলম।
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠীতে বাকি বিল্লাহ, বলদিয়ায় শাহীন আহমেদ, সোহাগদলে হুমায়ুন কবির, স্বরুপকাঠীতে নাছির উদ্দীন, আটঘর কুড়িয়ানায় জাকির হোসেন, জলাবাড়ীতে মেহেদী সরোয়ার, দৈহারীতে নজরুল ইসলাম, গুয়ারেখায় জাকির হোসেন, সমুদয়কাঠীতে আবদুল মজিদ খান, সারেংকাঠীতে শহিদুল ইসলাম বাবলু, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুরে নুরুল ইসলাম খান, আমরাজুরীতে আবদুল আলীম, কাউখালী সদরে বদরুদ্দোজা মিঞা, চিরাপাড়া পারসাতুরিয়ায় রেজাউল করিম নিরব, শিয়ালকাঠীতে মুহাম্মদ মহসীন, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়ায় ফিরোজ আহম্মেদ সিকদার, তেলিখালীতে মির্জা গোলাম কিবরিয়া রিপন, ইকড়ীতে মিজানুর রহমান জিম্মি, ধাওয়ায় আবদুর রশিদ খান, গৌরীপুরে ওবায়দুল হক, নাজিরপুর উপজেলার সেখমাটিয়ায় তৌহিদুল ইসলাম, শাঁখারিকাঠীতে জাকির হোসেন খান, মাটিভাংগায় এবিএম ফয়সাল আলম রঞ্জু, নাজিরপুরে এসএম আসাদুজ্জামান, সদর কলাখালীতে কাজী আসাদুজ্জামান রঞ্জু, কদমতলায় আবদুস ছালাম শেখ, টোনায় আবুল কালাম মো. আবদুল মান্নান, শারিকতলায় মোস্তফা কামাল ফকির, জিয়ানগর উপজেলার বালিপাড়ায় সবিন কবির খান, মঠবাড়ীয়া উপজেলার তুষখালীতে ছগির মিয়া, ধানীসাফায় এসএম মনিরুজ্জামান, মিরুখালীতে কামরুল আহসান, দাউদখালীতে মিজানুর রহমান, টিকিকাটায় শফিকুল ইসলাম, বেতমোর রাজপাড়ায় সাইফুদ্দিন মো. ফেরদৌস, আমড়াখাছিয়ায় তোতাম্বর হোসেন, সাপলেজায় জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দার, হলতাগুলিশাখালীতে তারিকুল ইসলাম ও বড় মাছুয়ায় মীর মনির উদ্দিন ছগীর। ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা সদরে নাসির উদ্দিন মুন্সি, আমুয়ায় আক্তার হোসেন মীরবহর, পাটিখাল ঘাটায় ইউসুব আলী, চেচরী রামপুরায় আলী হায়দার মিয়া, আওরাবুনিয়ায় নুরুল ইসলাম তালুকদার, শৌলজালিয়ায় জিয়াউল হোসেন, রাজাপুর উপজেলার মঠবাড়ীতে সাইদুল ইসলাম খান, বড়ইয়াতে রফিকুল ইসলাম, গালুয়ায় ওয়ালিয়েল হাসনাত হাফিজ, রাজাপুরে জিএম কামরুল আলম সাগীর, শুক্তগড়ে তালুকদার আবুল কালাম আজাদ, সাতুরিয়ায় হাবিবুর রহমান কাজি, সদরের নথুল্লাবাদে শাহ আলম মোল্লা, নবগ্রামে খান মো. আনিছুর রহমান পান্নু, শেখেরহাটে গাজী সাইদুর রহমান বাচ্চু, গাবখানে এসএম জহিরউদ্দিন কবির, বাসন্ডায় ইউনুস আলী খান, কীর্ত্তিপাশায় রাজা নাজমুল ইসলাম, কেওড়ায় এমএ মান্নান লাবু, গাভারামচন্দ্রপুরে সৈয়দ হুমায়ন কবির, বিনয়কাঠীতে টিএম সেলিম, নলছিটি উপজেলার দপদপিয়ায় নাছির উদ্দিন সিকদার, সিদ্বাকাঠীতে এমএম হাবিবুুর রহমান, মোল্লারহাটে আবদুস সালাম, কুসংগলে আমিনুল ইসলাম, সবিদপুরে নজরুল ইসলাম তালুকদার, রানাপাশায় আবদুর রশীদ মিয়া, কুলকাঠীতে নাসির উদ্দিন আহম্মদ, মগড়ে কাজী আমিনুল ইসলাম (আমিন কাজী), ভৈরবপাশায় আবুল বাশার চৌধুরী ও নাচনমহলে মহশিন ইমাম সিকদার।
বরগুনা জেলার বামনা উপজেলার রামনায় জাহাঙ্গীর হোসেন, সদরে এনায়েত কবির হাওলাদার, বুকাবুনিয়ায় মনিরুল হক সোয়েব, ডৌয়াতলায় গোলাম সরোয়ার খান রুস্তম, পাথরঘাটা উপজেলার কালমেঘায় বেগম নুর আফরোজ হেপি, কাকাচিড়ায় আবুল হোসেন, নাচনাপাড়ায় কামরুজ্জামান মোস্তফা, রায়হানপুরে আবুল কালাম, চরদুয়ানীতে কামরুল ইসলাম, কাঠালতলীতে হাবিবুর রহমান, পাথরঘাটায় এম মতিউর রহমান মোল্লা, বরগুনার ঢলুয়ায় আবু হেনা মোস্তফা কামাল, বদলখালীতে নজরুল ইসলাম মাতুব্বর, গৌরীচন্নায় রাশেদুল ইসলাম মাসুদ, কেওড়া বুনিয়ায় হানিফ খান, আয়লা পাতাকাটায় কেএম সাইফুল ইসলাম রিপন, নলটোনায় সফিকুজ্জামান, বুড়িরচরে আবদুল আজিজ শরীফ, ফুলঝুরিতে আবুল বাশার, বালিয়াতলীতে শহিদুল আলম ফরিদ, সদরে খাইরুল ইসলাম, বেতাগীর সরিষামুড়িতে আলহাজ্ব মিজানুর রহমান, কাজীরাবাদে আবদুল বারেক মোল্লা, বুড়ামজুমদারে আবদুর রশিদ হাওলাদার, মোকামিয়ায় মাহবুব আলম, হোসনাবাদে বেলাল হোসেন, বেতাগীতে মজিবুর রহমান, বিবিচিনিতে আনিচুর রহমান, আমতলী উপজেলার কুকুয়ায় মতিয়ার রহমান, আরপাঙ্গাশিয়ায় আবুল বাশার সিদ্দিক, হলদিয়ায় মকবুল হোসেন, চাওড়ায় মহিউদ্দিন, শুলিশাখালীতে জসিম উদ্দিন এ্যাডভোকেট ও আঠারগাছিয়ায় নজরুল ইসলাম।
বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার বাকালে তারেক হোসেন, বাগধায় কেএম রেজাউল ফয়েজ রেজা, গৈলায় আবুল হোসেন লাল্টু, রত্মপুরে শাহ মো. ফিরোজ, রাজিহারে শোভন রহমান মনির, হিজলা উপজেলার মেমানিয়ায় আফসার উদ্দিন, গুয়াবাড়িয়ায় আলী আহমেদ, হরিনাথপুরে মঞ্জুর কবির, বড়জালিয়ায় খলিলুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুরে মোস্তাফিজুর রহমান টিটু, ভাসানচরে সাইফুল ইসলাম চৌধুরী, বিদ্যানন্দপুরে সালাম কবীর, মেহেন্দিগঞ্জে সোলায়মান হোসেন, উলানিয়ায় ফয়সাল চৌধুরী, দড়িচরখাজুরিয়ায় জাকির হোসেন, চৗঁদপুরে নাসির উদ্দিন, জাংগালিয়ায় আব্দুল মালেক, বানারীপাড়া উপজেলার উদয়কাঠীতে কাঞ্চন তালুকদার, সলিয়াবাগপুরে হেমায়েত উদ্দিন মিঞা, বানারীপাড়ায় বাবুল হোসেন, ইলুহারে আকতারুজ্জামান, বিশারকান্দিতে বাবুল আকন্দ, সৈয়দ কাঠীতে আবুল হাসান বালী, চাখারে শাহানা পারভীন, বৈইশারীতে নাছির উদ্দিন খোকন, গৌরনদী উপজেলার বার্থীতে আমিনুল হক শাহিন, বাটাজোরে বাবুল হাওলাদার, সরিকলে এসএম মনজুর হোসেন মিলন, নলচিড়ায় মির্জা সেকাদার আলম, খাঞ্জাপুরে সিদ্দিকুর রহমান আকন, চাঁদশীতে তাইফুর রহমান কচি, মাহিলাড়ায় সবুজ সিকদার, উজিরপুর উপজেলার বড়াকোটায় ফিরোজ হোসেন, শোলকে মশিউর রহমান, সাতলায় মেজবাহ উদ্দিন আহম্মেদ, ওটরায় কামরুজ্জামান, জল্লায় মিজানুর রহমান, হারতায় সিদ্দিকুর রহমান তালুকদার, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় অহিদুল ইসলাম, চাঁদপাশায় আলমগীর হোসেন, দেহেরগতিতে কাজী নজরুল ইসলাম মিরন, রহমতপুরে জাকির হোসেন হাওলাদার, কেদারপুরে মনিরুজ্জামান, জাহাঙ্গীর নগরে কামরুল আহসান খান, সদরের চরবাড়ীয়ায় জিয়াউল ইসলাম সাবু, কাশিপুরে হোসেন সিকদার, জাগুয়ায় আলহাজ্ব মন্টু খান, চরমোনাইয়ে একেএম আবদুস সালাম রাঢ়ী, চন্দ্রমোহনে সিরাজুল হক, চরকাউয়ায় রিয়াজুল ইসলাম সবুজ, টুঙ্গিবাড়ীয়ায় মাহবুবুল আলম বাবুল, চাঁদপুরায় এবিএম মোখলেছুর রহমান, শায়েস্তবাদে মামুন-অর-রশিদ, রায়পাশা-কড়াপুরে নুরুল আমিন, মুলাদী উপজেলার গাছুয়ায় শহিদুল ইসলাম, সফিপুরে আলী আশ্রাফ আলমগীর সরদার, চরকালেখায় তাইজুল ইসলাম, কাজিরচরে আলতাফ হোসেন মৃধা, মুলাদীতে কবির হোসেন মল্লিক ও নাজিরপুরে কাউসারুজ্জামান জনি।
রাজশাহী বিভাগ:
সিরাজগঞ্জ জেলার সলংগা উপজেলার ধুবিলে হাসান ইমাম তালুকদার, ঘুড়কায় আবু সাঈদ ভূইয়া, নলকায় আবদুল গফুর, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছায় আবুল কালাম আজাদ, ধামাইনগরে ইমতিয়াজ আলী মাহমুদ, সোনাখাড়ায় আবদুল কুদ্দুস মন্ডল, চান্দাইকোনায় খন্দকার শামীমুল হাসান, ধানগড়ায় শামসুল ইসলাম, পাঙ্গাশীতে মজিবর রহমান মল্লিক।
পাবনা জেলার বেড়া উপজেলার রূপপুরে আবদুল গফুর দীন গফ্ফার, চাকলায় আবদুস সালাম, কৈটলায় আনিছুর রহমান, নতুন ভারেঙ্গায় হাফিজুর রহমান, পুরান ভারেঙ্গায় কেএম মনজেল হোসেন, জাতসাখিনীতে আবদুল গনি ফকির, মাশুমদিয়ায় সামসুর রহমান সমেজ, ঢালারচরে আতোয়ার রহমান টিপু।
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায় কুদরত-ই-খোদা, কুতুবপুরে ইমরান আলী, কর্নিবাড়ীতে কাজী জাকির হোসেন, কামালপুরে নাজিরুজ্জামান, বোহাইলে আবদুল মজিদ মন্ডল, ভেলাবাড়ীতে লুৎফুল হায়দার রুমী, ফুলবাড়ীতে তাহেরুল ইসলাম, নারচীতে শাহীনুর ইসলাম, হাটশেরপুরে আলিনুর রহমান, চালুয়াবাড়ীতে মোস্তাফিজার রহমান, কাজলায় এসএম রফিকুল ইসলাম, সারিয়াকান্দীতে আবদুল কুদ্দুস কাইউম, দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মোজাফ্ফর হোসেন খন্দকার।
খুলনা বিভাগ:
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সদরে জিএম আবু হেনা মোস্তফা কামাল, বুধহাটায় আবদুল হান্নান, কাদাকাটিতে তুহিন উল্ল্যাহ সরদার, প্রতাপনগরে শেখ শাহ আলম, আনুলিয়ায় রুহুল কুদ্দুস, খাজরায় বোরহান উদ্দিন, শ্রীউলায় নুরুল আমিন, বড়দলে আজহারুল ইসলাম মন্টু, দরগাহপুরে শেখ তারিকুল হাসান, কুল্যায় এমএম রফিকুল ইসলাম, শোভনালীতে আছিফুর রহমান, দেবহাটা উপজেলার সখিপুরে মোখলেছুর রহমান, দেবহাটায় আবদুল হাবিব মন্টু, পারুলিয়ায় গোলাম ফারুক বাবু, নওয়াপাড়ায় রেজাউল করিম, কলারোয়া উপজেলার জয়নগরে মাহাফিজুর রহমান, জালালাবাদে রবিউল ইসলাম, কয়লায় আবদুর রকিব মোল্ল্যা, লাঙলঝাড়ায় জাহাঙ্গীর হোসেন, চন্দনপুরে আশরাফ উজ্জামান, কুশোডাঙ্গায় শাহাদৎ হোসেন, দেয়াড়ায় ইব্রাহীম হোসেন, যুগিখালীতে রবিউল ইসলাম, সোনাবাড়ীয়ায় এসএম শহিদুল ইসলাম, কেরালকাতায় জহুরুল ইসলাম, কেড়াগাছিতে আশরাফ হোসেন, হেলাতলায় মুনছুর আলী, তালা উপজেলা সদরে সেখ নজরুল ইসলাম, তেতুলিয়ায় মিয়াজান মোড়ল, কুমিরায় শেখ গোলাম মোস্তফা, নগরঘাটায় মহব্বত আলী সরদার, খলিলনগরে শাহাদাত হোসেন, খলিষখালীতে শেখ নূর আহমদ, জালালপুরে মফিদুল হক, মাগুরায় শেখ আমিনুল ইসলাম, ইসলামকাটিতে রেজাউল করিম খান, খেসরায় রফিকুল ইসলাম, ধানদিয়ায় জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা সদরের বাঁশদহায় এএইচএম কামরুজ্জামান, কুশখালীতে বিএম আবদুর রায়হান, বৈকারীতে ইউনুছ আলী বুলু, ঘোনায় শাহিনুর রহমান, শিবপুরে আবদুল মজিদ, ভোমরায় আসাদুর রহমান, আলিপুরে আবদুর রউফ, ধুলিহরে আবু হুদা মোদাছেরুল হক, ব্রহ্মরাজপুরে শহিদুল ইসলাম, আগরদাঁড়িতে লুৎফর রহমান, ঝাউডাঙায় রফিকুল ইসলাম, ফিংড়ীতে এমএকে হেলাল, লাবসায় আবদুল আলীম, বল্লীতে মহিতুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার রতনপুরে আবদুল ওয়াহেদ, ভাড়া শিমলায় নূর মোহাম্মদ বিশ্বাস, তারালীতে শরীফ আবদুল রাজ্জাক, নলতায় আজিজুর রহমান, কুশুলিয়ায় শেখ এবাদুল ইসলাম, দক্ষিণ শ্রীপুরে জুলফিকার আলী সাঁপুই, বিষ্ণুপুরে জিএম রফিকুল ইসলাম, কৃষ্ণনগরে জিএম রবিউল্লাহ বাহার, মথুরেশপুরে শেখ নাজমুল ইসলাম, মৌতলায় শেখ আলমগীর হোসেন, ধলবাড়ীয়ায় ফজলুর রহমান, শ্যামনগর উপজেলার ভূয়ালিয়ায় জিএম আবদুল মতিন, কৈখালীতে জিএম শাহ আলম, গাবুরায় জিএম মাছুদুল আলম, আটুলিয়ায় আবদুর রাজ্জাক বাবলু, বুড়িগোয়ালিনীতে আলহাজ শফিকুল ইসলাম, ঈশ্বরীপুরে জিএম সাদেকুর রহমান, পদ্মপুকুরে আমজাদুল ইসলাম, মুন্সীগঞ্জে আবুল কাশেম মোড়ল, রমজান নগরে আকবর আলী, নুরনগরে গোলাম আলমগীর, শ্যামনগরে শেখ লিয়াকত আলী ও কাশিমবাড়ীতে আজিজুল হক সরদার।
যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গায় আলতাফ হোসেন, কুলটিয়ায় লক্ষণ চন্দ্র ধর, মনোহরপুরে এসএম আক্তার ফারুক, নেহালপুরে নজমুস সাদাত, খানপুরে মুজিবুর রহমান, শ্যামপুরে এসএম মশিউর রহমান, চালুয়াহাটিতে বজলুর রহমান, মশ্বিমনগরে আবদুল গফুর, ঝাপায় আলাউদ্দীন আহমেদ, খেদাপাড়ায় সামছুজ্জামান, মনিরামপুরে নিস্তার ফারুক, হরিদাশকাটিতে নবীরুজ্জামান, ঢাকুরিয়ায় জিএম মিজানুর রহমান, ভোজগাতীতে কওছার আলী, কাশিমনগরে জিএম আহাদ আলী, রোহিতায় মিজানুর রহমান। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় জিএম সাইফুল ইসলাম, রংপুরে সন্দ্বীপ চ্যাটার্জী, ডুমুরিয়ায় মোল্যা মোশাররফ হোসেন মফিজ, ভান্ডারপাড়ায় কবির হোসেন মোল্যা, সাহসে এসএম জয়নাল আবেদীন, শরাফপুরে হেমায়েত রশিদ খান, ধামালিয়ায় এসএম হুমায়ন কবির, মাগুরখালীতে অরুন গোলদার, খর্নিয়ায় শেখ দিদারুল হোসেন দিদার, রুদাঘরায় জিএম আমান উল্লাহ, রঘুনাথপুরে গাজী তফসীর আহমেদ, আটলিয়ায় শেখ বদরুজ্জামান, মাগুরঘোনায় আবুল কালাম সামসুদ্দীন, শোভনায় জিএম মিজানুর রহমান, তেরোখেদা উপজেলার ছাগলাদহে মঞ্জুর আহসান।
আজগড়ায় আবুল কালাম, বারাসাতে একরাম হোসেন, মধুপুরে শহিদুল ইসলাম, তেরখেদায় এসএম মহিবুল্লাহ, দিঘলিয়া উপজেলার যোগীপুরে মীর কায়ছেদ আলী, বারাকপুরে শরীফ ইকবাল হোসেন, সেনহাটীতে আবদুল রকিব মল্লিক, আড়ংঘাটায় মতলুবুর রহমান, গাজীরহাটে সৈয়দ নাসির আহমেদ, দিঘলিয়ায় আজিজুর মোল্লা, বটিয়াঘাটা উপজেলার জলমায় শেখ আশিকুজ্জামান, বটিয়াঘাটায় ইমরান মোল্লা, আমীরপুরে খায়রুল ইসলাম খান, গঙ্গারামপুরে গোবিন্দ হালদার, ভান্ডারকোর্টে নিজাম উদ্দিন শেখ, বালিয়াডাঙ্গায় সেলিম রেজা হাওলাদার, সুরখালীতে কামরুল ইসলাম সিপার, দাকোপ উপজেলার সুতারখালীতে আবদুল বারিক গাজী, বাজুয়ায় মনিরুল ইসলাম, বানিয়াশান্তায় সঞ্জয় কুমার বৈদ্য, দাকোপে মেঘনাদ সরকার, পানখালীতে এসএম মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলার মহারাজপুরে মনিরুজ্জামান, দক্ষিণ বেদকাশীতে মনজুর আলম, উত্তরবেদকাশীতে সরদার মতিয়ার রহমান, মহেশ্বরীপুরে জিএম রফিকুল ইসলাম, বাগালীতে আবদুর রহিম, কয়রায় এসএম শাহাবুদ্দিন, আমাদীতে আবুল কালাম আজাদ, রূপসার আইচগাতীতে জুলফিকার আলী খান, শ্রীফলতলায় এসএম মনিরুল হাসান বাপ্পী, নৈহাটিতে মোল্লা সাইফুর রহমান, টিএস বাহিরদিয়ায় বিকাশ মিত্র, ফুলতলা উপজেলার ফুলতলায় শেখ আবুল বাশার, জামিরায় এসএম হারুন অর রশিদ, দামোদরে জাকিয়া হাছিন বিনা, গিলাতলায় শেখ হারুন-অর-রশীদ, পাইকগাছা উপজেলার হরিঢালায় শেখ আমিনুল ইসলাম, কপিলমুনিতে শাহাদৎ হোসেন ডাবলু, গড়ইখালীতে কলিঙ্গ রাজ মন্ডল, চাঁদখালীতে জোয়াদুর রসুল বাবু, রাড়ুলীতে শেখ হাবিবুর রহমান, গদাইপুরে আলাউদ্দীন রাজা, সোলাদানায় এসএম এনামুল হক, দেলুটিতে সুজিত কুমার মন্ডল, লতায় লক্ষ্মী রানী গোলদার।
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহরে রফিকুল ইসলাম, সাফদারপুরে মিজানুর রহমান খান, কুসনায় লিয়াকত আলী, এলাঙ্গীতে আবদুর রাজ্জাক, দোড়ায় মনিরুল ইসলাম।
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়ায় মাসুদুর রহমান, বারুইপাড়ায় মাসুদুল হক, ছাতিয়ানে আনছার আলী, কুর্শায় আলামিন, সদরপুরে মোশারেফ হোসেন, ফুলবাড়ীয়ায় টিপু সুলতান, পোড়াদহে খোন্দকার মেহেদী হাসান পলাশ, মালীদহে নূর-এ-আল আমীন বুলবুল, আমবাড়ীয়ায় লুৎফুর রহমান, আমলায় রওশন আলী, বহুলবাড়ীয়ায় সাইফুল ইসলাম।
বাগেরহাট জেলার ফকিরহাটে বাহিরদিয়ায় মিজানুর রহমান শেখ, বেতাগায় এসএম আকরাম হোসেন, পিলজঙ্গে শেখ মিরাজুল ইসলাম, লকপুরে গাজী গিয়াস উদ্দিন, শুভদিয়ায় মোল্লা আনিছুজ্জামান, মূলঘরে খান আরিফুর জামান পিন্টু, নলধা মৌভোগে সরদার আকরাম হোসেন, ফকিরহাটে মুশফিকুজ্জামান রিপন, শরণখোলা উপজেলার ধানসাগরে শাহজাহান দুলাল, খোন্তাকাটায় মতিয়ার রহমান খান, রায়েন্দায় ফরিদ উদ্দীন, সাউথখালীতে আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়ায় সেলিম মিয়া, মোড়েলগঞ্জে ফরিদুল ইসলাম, বারইখালীতে এফএম শামীম আহসান, নিশানবাড়ীয়ায় লোকমান হাওলাদার, জিওধারায় আলতাফ হোসেন মোল্লা, বহরবুনিয়ায় নাসির উদ্দিন ফকির, হোগলাবুনিয়ায় শামীম হোসেন, বলইবুনিয়ায় রফিকুল ইসলাম শিকদার, বনগ্রামে মোল্লা আবদুল সামাদ, হোগলপাশায় মফিজুল হক, চিংড়াখালীতে আবদুস সোবহান হাওলাদার, রামচন্দ্রপুরে খুরশিদ আলম, দৈবজ্ঞহাটীতে খান হায়দার আলী, পুটিখালীতে খলিলুর রহমান শিকদার, পঞ্চকরনে হুমায়ুন কবির, তেলিগাতীতে আলমগীর হোসেন চৌধুরী, কচুয়ায় রাড়ীপাড়ায় সরদার রেজাউল হোসেন, গজালিয়ায় আজাহার আলী শিকদার, কচুয়ায় শেখ মুহাম্মদ আবু সাঈদ, বাঁধালে মোল্লা আবদুল গফফার, গোপালপুরে হুমায়ুন কবির শেখ, মঘিয়ায় শেখ ওবায়দুল হক, ষাটগম্বুজে ফকির তহিদুল ইসলাম, খানপুরে খান হাফিজুর রহমান, রাখালগাছীতে শেখ জাকির হোসেন, ডেমায় গাজী আবুবকর সিদ্দিক, বিষ্ণুপুরে সারাফাত হোসেন, বারুইপাড়ায় লিয়াকত আলী বিশ্বাস, বেমরতায় তহিদুল ইসলাম, গোটাপাড়ায় বাশারাত হাওলাদার, মোল্লাহাট উপজেলার চুনখোলায় কাবুল চৌধুরী, কোদালিয়ায় বায়েজীদ মোল্লা, আটজুড়ীতে আমান উল্লাহ, কুলিয়ায় মোল্লা তরিকুল ইসলাম, চিতলমারী উপজেলার চিতলমারীতে আনিছুর রহমান, চরবানিয়ারীতে আবুল কালাম বাদল, হিজলায় ইউসুফ আলী শেখ, কলাতলায় এসএম মনিরুজ্জামান, শিবপুরে শেখ নোয়াব আলী, রামপাল উপজেলার পেড়িখালীতে রফিকুল ইসলাম, উজলকুড়ে খাজা মঈন উদ্দিন আক্তার, রামপালের বাইনতলায় সর্দ্দার মাহফুজুর রহমান, হুড়কায় হাওলাদার মুজিবুর রহমান বাবুল, গৌরম্ভায় মুজিবুর রহমান জোয়ারদার, রামপালে মাসুদুর রহমান, মংলা উপজেলার সুন্দরবনে মৃধা নজরুল ইসলাম, বুড়িডাঙ্গায় মোয়াজ্জেম হোসেন, চিলায় শাহাবুদ্দিন ফকির, চাঁদপাইয়ে শেখ রুস্তম আলী ও মিঠাখালীতে সফরুল হায়দার সুজন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com