সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:14 AM, April 21, 2015
ডেস্ক রিপোর্ট:মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫ :: পরীমনি এখন মেঘের দেশ সিলেটের জাফলংয়ে। এখানে মেঘ অনেক নিচুতে আর আকাশ যে অনেক গম্ভির আর মুখ গোমড়া করে থাকে তা কে না জানে? হাতের কাছে মেঘ থাকলেও ছুঁয়ে দেখা যাচ্ছে না। চঞ্চল পরীমনি চাইলেও মেঘের মুখে হাসি ফোটাতে পারছেন না। তাই দুষ্টুমিতে মেতে উঠেছেন তিনি। শুটিংও থেমে থেমে চলছে বৃষ্টির জন্য।
শুটিংয়ে এমনিতেই পরী অনেক দুষ্টুমি করেন। সেই দৃষ্টুমি করতে গিয়ে গাছ থেকে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তবু কি থামে দস্যি পরী? এবার জাফলং এ পরীর দুষ্টুমরি জন্য মরতে বসেছিলেন স্বয়ং চিত্রনায়ক শাকিব খান।
শুটিং এ শাকিব হঠাৎ বললেন, ‘আমি তোমাকে অনেক ভালোবাসি পরী’। পরী বললেন, ‘প্রমান দেখান শাকিব ভাই।’
শাকিব খান উঁচু এক ব্রীজ থেকে লাফ দিলেন। পড়লেন অনেক নিচের পানিতে। এমনই মজা করে চলছে শাকিব-পরীর ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রের শ্যুটিং।
এস এ হক অলিক পরিচালিত এ ছবিটির কাজ এখন প্রায় শেষের পথে। মাঝখানে বিরতি শেষে গত ১৭ এপ্রিল থেকে সিলেটে শুরু হয়েছে এর শুটিং। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
এ বিষয়ে এস এ হক অলিক বলেন, বেশকিছু দৃশ্যসহ গানেরও শুটিং করবো। সিলেটের বিভিন্ন মনোরম এলাকায় শ্যুটগুলো করবো। আশা করছি আগামী মাসের ১/২ তারিখের মধ্যেই ছবিটির কাজ শেষ করতে পারবো।’
খোরশেদ আলম খসরু প্রযোজিত ছবিটিতে শাকিব খান, পরীমনি ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, চম্পাসহ আরও অনেকে। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহসঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com