হৃদয়কে সতর্ক করলেন সুজানা

প্রকাশিত: 7:09 AM, April 17, 2015

হৃদয়কে সতর্ক করলেন সুজানা

zoniচার বছর প্রেমের পর গত বছরের আগস্টে বিয়ের পিঁড়িতে বসেন সংগীত তারকা হৃদয় খান ও মডেল-অভিনেত্রী সুজানা। কিন্তু ৮ মাসের সংসার জীবনের অবসান ঘটিয়ে চলতি মাসের ৬ তারিখ আনুষ্ঠানিক ডিভোর্সে যান তারা। মতবিরোধ এবং মনমানসিকতার অমিলের কারণেই মূলত তাদের বিচ্ছেদ ঘটে। তবে তার পর থেকেই বিভিন্ন ধরনের আপত্তিকর অপপ্রচারে হৃদয় লিপ্ত হয়েছেন বলে জানিয়েছেন সুজানা। এ বিষয়ে ইতিমধ্যে সুজানা হৃদয়ের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে এসব অপপ্রচার বন্ধের জন্য সতর্ক করেছেন। সুজানা এই এসএমএস এ লিখেছেন, ‘মানুষের কাছে যেয়ে যেয়ে এবং ফোন করে আমাকে নিয়ে মিথ্যা এবং বাজে অপবাদ দেয়া তোমার বন্ধ করা উচিত। না হলে আমি অন্য অ্যাকশন নিতে বাধ্য হব। আমি চাই তুমি ভাল থাকো এবং প্লিজ গেম খেলো না আর।’ হৃদয় সতর্ক না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান সুজানা। এ বিষয়ে তিনি বলেন, আপাতত আমি হৃদয়কে এসএমএস দিয়ে সতর্ক করেছি। এরপরও সে যদি অপপ্রচার বন্ধ না করে, তাহলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আমার ধারণা, অন্য কারও ইন্ধনে আমাকে নিয়ে এসব অপপ্রচারে লিপ্ত হয়েছে হৃদয়। আমি এটা অনেকটাই নিশ্চিত। এদিকে বিষয়টি সম্পর্কে হৃদয়ের মন্তব্য জানতে বেশ ক’বার তার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেন নি ।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 105 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ