এবার দেবের পালা

প্রকাশিত: 7:07 AM, April 17, 2015

এবার দেবের পালা

zoniটলিউডের প্রসেনজিৎ, জিত, তাপস পাল এবং বলিউডের সালমান খান, শাহরুখ খানের পর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহ পর্দায় প্রথমবারের মতো আসছেন টলিউডের সুপারস্টার দেব। এ তারকা আসছেন তার অভিনীত টলিউডের ছবি ‘খোকা ৪২০’ নিয়ে। ২৪শে এপ্রিল এ ছবিটি ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। এ ছবির মাধ্যমে দেব বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছেন শুভশ্রী ও নুসরাতকে সঙ্গে নিয়ে। তাদের সঙ্গে আরও থাকছেন তাপস পাল, লাবনী দত্ত, রজতাভ দত্ত, বিশ্বজিৎ সাহা, হারাধন ব্যানার্জি ও অরিত্র দত্ত বণিক। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানির বিপরীতে আমদানি নীতিমালার আওতায় ‘খোকা ৪২০’ এনেছে খান ব্রাদার্স। এ ছবির বিপরীতে রপ্তানি করা হয়েছে শাকিব খান-পূর্ণিমা অভিনীত ‘মা আমার স্বর্গ’ ছবিটি। ‘খোকা ৪২০’ ইতোমধ্যে বাংলাদেশে প্রদর্শনের জন্য এখানকার চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। খান ব্রাদার্সের পরিবেশনায় ছবিটি মুক্তির চূড়ান্ত প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 72 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ