সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:04 PM, February 22, 2016
নিউজ ডেস্ক : ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ৩০১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার সন্ধ্যায় গণভবনে এ কমিটি অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, আজ সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সেখানে তারা এই কমিটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবিত কমিটি অনুমোদন করেন। সূত্রটি জানিয়েছে, পুর্ণাঙ্গ এ কমিটি হচ্ছে ৩০১ সদস্য বিশিষ্ট। কিন্তু ছাত্রলীগের গঠনতন্ত্রে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির কথা রয়েছে। রাত ৮টার দিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও সূত্রটি জানিয়েছে। এবারের কমিটিতে ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ত্যাগী ছাত্রলীগ নেতাদের রাখা হতে পারে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন গণমাধ্যমকে জানান, আজকে রাতেই কমিটি ঘোষণা করা হবে।
গত বছরের ২৬ জুলাই অনুষ্ঠিত ২৮তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের বয়স ৭ মাস হতে চলল।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com