বিবাহবিচ্ছেদে শেষ বলিউডের দশ ‘লাভ ম্যারেজ’

প্রকাশিত: 7:41 AM, April 15, 2015

বিবাহবিচ্ছেদে শেষ বলিউডের দশ ‘লাভ ম্যারেজ’

top1429080434ডেস্ক রিপোর্ট:প্রেম করে বিয়ে করেছেন, বলিউডে এমন তারকার সংখ্যা ভুরি ভুরি। বিয়ের পরে সুখে শান্তিতে ঘর-সংসার করছেন এমন সংখ্যাও যেমন আছে, তেমনই সম্পর্কের পরিণতি বিবাহ-বিচ্ছেদে হয়েছে এমন সংখ্যাও নেহাত কম নয়।
এবার এমনই ১০ তারকার তালিকা দেওয়া হল, যারা ভালোবেসে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু সম্পর্কের পরিণতি বিবাহবিচ্ছেদেই হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 102 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ