মেঘনায় আবারও যাত্রীবাহী ট্রলারডুবি, হতাহতের আশঙ্কা

প্রকাশিত: 12:52 PM, January 26, 2016

মেঘনায় আবারও যাত্রীবাহী ট্রলারডুবি, হতাহতের আশঙ্কা

চাদপুরের হাইমচরে মেঘনা নদীতে  অর্ধ শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলার থেকে সাঁতরে তীরে আসা কয়েকজন যাত্রী জানান,  ৪০  থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হাইমচর থেকে ঈশান বালার চরের দিকে যাচ্ছিল। পথে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়েছে। তবে এখনও অন্তত ২০-২৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 79 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ