কাজে ফিরেছেন সুজানা

প্রকাশিত: 10:24 AM, April 13, 2015

কাজে ফিরেছেন সুজানা

sumaia jafar sujana_61913_1 ডেস্ক রিপোর্ট:কাজে ফিরেছেন আলোচিত মডেল-অভিনেত্রী সুজানা জাফর। এখন প্রচার চলতি ধারাবাহিকগুলোর শুটিং চলছে তার। সেগুলোর শুটিংয়েই অংশ নিচ্ছেন তিনি। গতকাল মাছরাঙা টিভির ‘অপূর্বা’ নাটকের শুটিং করেছেন তিনি উত্তরায়। প্রচার চলতি তিনটি ধারাবাহিক নাটকের শুটিংয়েই পর্যায়ক্রমে অংশ নিচ্ছেন তিনি। ক’দিন আগেই সংগীত তারকা হৃদয় খান-সুজানার সংসার ভেঙে যায়। আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়ে যায় তাদের। এর মাধ্যমে চার বছরের প্রেম ও ৮ মাসের সংসার জীবনের ইতি ঘটে তাদের। ডিভোর্সের পর সে সময় হৃদয় ও সুজানা দুজনই খানিক ভেঙে পড়েন। দুজনের কথাবার্তাতেই বিমর্ষতার ছোঁয়া খুঁজে পাওয়া গেছে। তবে এই খারাপ সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। তারই ধারাবাহিকতায় সুজানা কাজ শুরু করেছেন। তবে আপাতত নতুন কোন কাজ করছেন না তিনি।
পুরনো নাটকগুলোর শুটিংয়েই অংশ নিচ্ছেন। নতুন কাজ আরও কিছুদিন পরে শুরু করবেন বলেও জানান তিনি।
কাজে ফিরেছেন সুজানা
এ বিষয়ে সুজানা বলেন, আমার যে কাজগুলো জমা রয়েছে সেগুলোই কেবল করছি। কারণ, আমি নিজের ব্যক্তিগত কারণে অন্য কাউকে তো ঝামেলায় ফেলতে পারি না। তাই শিডিউল অনুযায়ী ধারাবাহিক নাটকগুলোর শুটিং করছি। আর খারাপ সময় যখন এসেছে সেটা চলেও যাবে বলে আমার বিশ্বাস। তবে একটু তো সময় লাগবে। নতুন কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সুজানা বলেন, আমি আমার নিজের কাজ করে যাবো। এখন উত্তরায় ‘অপূর্বা’র শুটিং করছি। অন্য ধারাবাহিকগুলোর শুটিং চলছে। নতুন কাজও শুরু করবো। তবে এখনই না। আরও একটু গুছিয়ে নিতে চাই নিজেকে। আরও একটু সময় দিতে হবে। সবার সহযোগিতা দরকার। নিজেকে নতুন করে তৈরি করতে হবে। আর তার জন্য সময় তো লাগবেই। আশা করছি এই খারাপ সময়টাও কাটিয়ে উঠতে পারবো। দোয়া করবেন আমার জন্য।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 77 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ