সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:30 AM, February 21, 2016
বিভিন্ন শহরে অভিযান চালিয়ে এক রাতেই ৬ বাংলাদেশিসহ ৯৭১ জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। মালয়েশিয়ার রাষ্ট্রায়াত্ত্ব বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, শুক্রবার রাতে এদের আটক করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক সাকিব কুসমি জানান, বৈধ কাগজপত্র না থাকা এবং মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবস্থান করায় তাদের আটক করা হয়। কারও কারও কাছে আবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের ভুয়া কার্ড পাওয়া গেছে। আটককৃতদের আপাতত অভিবাসন বিভাগের ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানান তিনি।
[the_ad id=”249″]
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com