সিলেটে মোবাইল ও কম্পিউটার মেলায় আসছেন তারানা হালিম

প্রকাশিত: 12:18 AM, February 16, 2016

সিলেটে মোবাইল ও কম্পিউটার মেলায় আসছেন তারানা হালিম

সুনাম নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটে  আজ থেকে শুরু হচ্ছে পক্ষকাল ব্যাপী মোবাইল ও কম্পিউটার মেলা। বিকাল ৩টায় মার্কেটের কণফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম এমপি । করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই মেলায় বিক্রয়কৃত পণ্যের উপর প্রতিদিন ১৫জন ভাগ্যবান বিজয়ীকে ১৫টি মোবাইল ফোন পুরস্কার দেওয়া হবে এবং মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে খাকবে মেলার শেষদিনে মেগা ড্র। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন মোবাইল ও কম্পিউটার কোম্পানীর সৌজন্যে আকর্ষনীয় উপহার রয়েছে। বিভিন্ন কোম্পানীর পক্ষ থেকে তথ্য ও সহায়তা কেন্দ্র থাকবে, যেখান থেকে গ্রাহকরা আগামী দিনের নতুন আসা মোবাইল ও কম্পিউটার সম্পর্কে জানতে পারবেন। উক্ত মেলায় করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্রেতা সাধারণসহ সিলেটের সর্বস্তরের মানুষকে আমন্ত্রন জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল অদুদ পাভেল ।

[the_ad id=”312″]

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 88 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ