‘বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ হবে’

প্রকাশিত: 4:29 AM, February 10, 2016

‘বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ হবে’

নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক আজ বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অ্যালিসন ব্লেক পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার কথা উল্লেখ করে ব্লেক বলেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু দেশ এবং উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।

তিনি দুই দেশের মধ্যে এই সম্পর্কের জন্য যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার কথা উল্লেখ করেন।

বৈঠককালে মন্ত্রী নবনিযুক্ত ব্রিটিশ দূতকে ঢাকায় তার মেয়াদকালে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

[the_ad id=”312″]

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 84 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ