সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:34 AM, April 4, 2015
বিনোদন ডেস্ক :: বলিউডের দুর্দান্ত অভিনেত্রী সোনাক্ষি সিনহা এবার অন্য এক পরিচয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। জনপ্রিয় এই অভিনেত্রী এবার গান নিয়ে বাচ্চাদের জন্য তৈরি হওয়া রিয়্যেলিটি শো ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ এ বিচারকের আসনে বসতে যাচ্ছেন।
রিয়্যেলিটি শো ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ এ বিচারক হিসেবে সোনাক্ষি সিনহা ছাড়াও আরও থাকবেন বিশাল দাদলানি এবং সেলিম মার্চ্যান্ট। বিচারকের আসনে বসা নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনাক্ষি খবরটি আর চেপে রাখতে পারেন না। তিনি টুইটারে তার ভক্তদের এই খবরটি জানিয়ে দেন।
উল্লেখ্য, সোনাক্ষি সিনহাকে ‘তেভার’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল। এই সিনেমায় তিনি অভিনেতা অর্জুন কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com