সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:01 PM, March 28, 2015
বিনোদন ডেস্ক :: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা নিঃসন্দেহে কঠিন সময় পার করছেন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমি-ফাইনালে ভিরাট কোহলির করা মাত্র এক রানের জের টানতে হচ্ছে আনুশকাকেই। তবে এতো কিছুর পরেও এই অভিনেত্রী এখন মুখে একটু হাসি ফোটাতেই পারেন।
কয়েকদিন পরেই আইপিএলের পর্দা উঠতে যাচ্ছে আর আনুশকাকে দায়িত্ব দেয়া হয়েছে এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য। নিঃসন্দেহে আনুশকার এই মঞ্চ মাতানো পরিবেশনা ভারতের বিশ্বকাপ হারানোর দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দেবে। আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা চলছে ভারুন ধাওয়ান ও ঋত্বিক রোশনেরও। তবে তা এখনও নিশ্চিত হয়নি।
বোর্ড থেকে জানানো হয়, আনুশকার পারফর্ম করার বিষয়টি খুব শীঘ্রই ঘোষণা করা হবে। আয়োজকরা নাকি বেশ পরিকল্পনা করে রেখেছেন দর্শকদের সারপ্রাইজ দেবার জন্য। এবার তাই দেখার অপেক্ষা।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com