সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:47 PM, February 9, 2016
সুনামগঞ্জ সংবাদদাতা: বিগত দুই বছর থেকে ঝুকিপুর্ণ ভবনে পাঠদান চলছে শহরের হাছনরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন দেড় শতাধিক শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে শিক্ষা গ্রহন করছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষকরা উদ্বিগ্ন । সরেজমিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়- বিদ্যালয় ভবনের ছাদের প্লাস্টার খসে পড়েছে, বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্হা অত্যন্ত নাজুক , পরিবেশও নোংরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিনা বেগম জানান ২০১৩ সালে বিদ্যালয়টির ভবন ঝুকিপুর্ণ ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিসার । তিনি আর ও জানান বিদ্যালয়ে ১শত ৫৭জন শিক্ষার্থী রয়েছে । বৈদ্যুতিক ব্যবস্হা থাকলেও ২০০৭ সাল থেকে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলির কাছে মোবাইল জানতে চাইলে তিনি বলেন -বিদ্যালয় ভবনটি ঝুকিপুর্ণ কিনা এবং বিদ্যালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন কিনা তা উপজেলা শিক্ষা অফিস থেকে জানতে হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com