সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:43 AM, March 20, 2015
বিনোদন ডেস্ক :: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও অন্যের ঘরিনি জেনিলিয়া ডি সুজাকে বিয়ের প্রস্তাব শুনে নিশ্চয় চমকে উঠেছেন! কিন্তু এটি যে কোনো গুজব নয়, সত্যি সত্যিই বিবাহিত জেনিলিয়াকে বিয়ের প্রস্তাব করেছেন একজন। আর এই একজনটা হচ্ছে তারই স্বামী স্বয়ং রিতেশ দেশমুখ!
তারকাদের সম্পর্ক,প্রেম আর বিবাহ বন্ধনের বিষয়টা খুব বেশীদিন স্থায়ী হয়না বলে সকলের মাঝে প্রতিষ্ঠিত, আর সন্তান নেয়ার পর দাম্পত্য জীবনে নাকি ধীরে ধীরে পরস্পরের মধ্যে রোমান্সের ঘাটতি বাড়তে থাকে। কিন্তু এইসব ধারণাকে মোটেও পাত্তা দেন না বলে জানিয়েছেন বলিউডের এই সুখী দম্পত্তি। গত বছরের তাদের ছেলে সন্তান রায়ানকে পৃথিবীতে স্বাগতম জানিয়েছেন। তারা মনে করছেন, সন্তান হওয়ার পর তাদের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে।
সম্প্রতি রিতেশ ‘লাকমি ফেশন সপ্তাহে’ পারফর্ম করার পর স্ত্রী জেনিলিয়া তার মুগ্ধতার কথা জানিয়ে একটি টুইট করেছিলেন। আর অভিনব ভাষায় জেনিলিয়ার টুইটের রিপ্লে দেন রিতেশ। তিনি পাল্টা টুইট করে জেনিলিয়াকে বিয়ের প্রস্তাব করেন!
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com