সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:43 AM, March 18, 2015
বিনোদন ডেস্ক :: বলিউডের আকর্ষণীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ যেন পণ করেই ফেলেছেন তার সমস্ত সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো তিনি নিজেই করবেন। তবে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গেলে যে বিপত্তিও ঘটে তা বোধ হয় এই অভিনেত্রীর ধারণাতেও ছিল না।
‘ফিতুর’ সিনেমার শুটিং করতে গিয়ে ক্যাটরিনাকে নিজেরই তৈরি করা বেশ কঠিন একটি স্টান্ট করতে হয় এবং দৃশ্যটি করতে গিয়ে বেশ ঝামেলাই হয় ক্যাটরিনার। ক্যাটরিনাকে কনভার্টিবল গাড়িতে আদিত্য রয়কে পাশে বসিয়ে নিয়ে গাড়ি চালাতে হত। কিন্তু ক্যাটরিনা সেই দৃশ্যকে বানিয়ে ফেললেন অ্যাকশন দৃশ্য। প্রেমিক রণবীর কাপুর যেখানে এই অভিনেত্রীর গাড়িতে ওঠার পর সবসময় দরজা লাগিয়ে দেন, সেখানে এই অভিনেত্রী বেমালুম ভুলেই গিয়েছিলেন তার গাড়ির দরজা লাগাতে।
ক্যাট ওই অবস্থাতেই গাড়িটি জোরে টান মারেন এবং একটি দেয়ালে বাড়ি খেয়ে ঘটে যায় দুর্ঘটনা। আদিত্য ও ক্যাটের কোন ক্ষতি না হলেও পরিচালক অভিষেক কাপুরের কনভার্টিবলটির অবস্থা শোচনীয়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com