সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:29 AM, March 14, 2015
বিনোদন ডেস্ক :: দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল ইফতেখার চৌধুরী ‘পিকনিক’ নামে একটি ছবি বানাবেন। নায়িকা হিসেবে থাকবেন ববি। ছবিটির শুটিং শুরু হবে শুরু হবে করেও শেষ পর্যন্ত আর কোনও খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে খবর মিলল পিকনিকের। তবে একটু ভিন্ন-চমকে।
প্রথমে ছবিটির প্রযোজক হিসেবে সাইদুর রহমান মানিকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত আর তা হচ্ছে না। কারণ সম্প্রতি ছবিটির সঙ্গে যুক্ত হয়েছে জাজ মাল্টিমিডয়া। ববির বিপরীতে এই ছবির নায়ক এখনো চূড়ান্ত না হলেও ওপার বাংলার নায়ক ওম এবং বাংলাদেশি নায়ক শিপন মিত্রের নাম শোনা যাচ্ছে নায়ক হিসেবে। দেখা যাক শেষ পর্যন্ত কে হয় এই ছবির নায়ক!
এ প্রসঙ্গে ববি বলেন, ‘হ্যা, পিকনিক শেষ পর্যন্ত জাজ থেকেই নির্মিত হচ্ছে। একটি আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে খুব শীঘ্রই ছবিটির কাজ শুরু হবে।’
হরর গল্পের পটভূমি নিয়ে আবর্তিত হবে পিকনিক ছবিটি। অক্টোবর নভেম্বর নাগাদ এই ছবির কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন ইফতেখার চৌধুরী। কারণ এর মাঝে অগ্নি-২ ও মোটকার শুটিং শেষ করবেন তিনি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com