সোনার কণ্যা মাবিয়ার কান্না আপনার চোখেও পানি আনবে (ভিডিওসহ)

প্রকাশিত: 4:41 PM, February 8, 2016

সোনার কণ্যা মাবিয়ার কান্না আপনার চোখেও পানি আনবে (ভিডিওসহ)

এসএ গেমসের চলতি আসরে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দেয়া মাবিয়া আক্তার সীমান্ত এখন আলোচনায়। তবে আলোড়ন সৃষ্টি করেছে তার দেশপ্রেম থেকে অঝোর কান্না। ভারোত্তোলনে স্বর্ণ জয়ের পর উৎফুল্ল ছিলেন তিনি। কিন্তু পদক গ্রহণের সময় নিজের আবেগ ধরে রাখতে পারেন নি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গেই মঞ্চে দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে ওঠেন মাবিয়া। যতক্ষণ ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…’ বাজতে থাকে ততক্ষণ মাবিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। তার এই কান্না দেখে দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন নি। নিজের কান্না নিয়ে স্বর্ণকন্যা বলেন, ‘আমার জন্য জাতীয় সঙ্গীত বাজছে, জাতীয় পতাকা উড়ছে। দেশকে এমন উপলক্ষ্য এনে দিতে পেরে নিজের আবেগ ধরে রাখতে পারিনি। তাই কান্না চলে এসেছিল।’  দেখুন, মাবিয়ার সে কান্নার

https://www.youtube.com/watch?v=sxt7iSm11Zw

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 129 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ