শাবনূরের নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: 3:09 AM, February 8, 2016

শাবনূরের নতুন সিদ্ধান্ত

চলচ্চিত্রে দীর্ঘদিন টানা কাজ করেছেন চিত্রনায়িকা শাবনূর। এ মাধ্যমটির সবচেয়ে খারাপ সময়েও দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র। প্রযোজক ও নির্মাতারা তাই এখনও শাবনূরকে খুব পছন্দ করেন। তবে বর্তমানে নিজের সন্তান আইজান নেহান ও পরিবার নিয়ে ব্যস্ত আছেন শাবনূর। অনেক কাজের প্রস্তাব তার কাছে এলেও নতুন এক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেটা হচ্ছে এখন চলচ্চিত্রের চেয়ে বিজ্ঞাপনচিত্রে বেশি দেখা যাবে তাকে। এ মাসেই আরও দুটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এ মাসে ও মার্চে এ দুটি বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করবেন শাবনূর। এ বিষয়ে তিনি মানবজমিনকে বলেন, আমার সন্তান আমার কাছে সবকিছু। আইজানের বয়স দুই বছরের বেশি। কিছুদিন আগে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। তাই তাকে চোখে চোখে রাখতে হচ্ছে। তাকে ফেলে চলচ্চিত্রে লম্বা সময় ধরে কাজ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে আমি ভাইয়ের বাসা নরসিংদী এসেছি। এখান থেকে ফিরে দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজের কথা চলছে। একটি হাউজিং কোম্পানির এবং অন্যটি স্বনামধন্য এক তেল কোম্পানির বিজ্ঞাপনচিত্র। সবকিছু ঠিক থাকলে কাজ শুরু করব। এখন আর চলচ্চিত্রে আগের মতো কাজ করা সম্ভব না। তাই বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। শাবনূর জানিয়েছেন, এ নতুন বিজ্ঞাপনচিত্রগুলো নির্দেশনা দেবেন আহমেদ ইলিয়াস। অস্ট্রেলিয়া থেকে ফিরে গত বছরের শেষে তারই নির্দেশনায় ইউরোস্টার গ্যাসের চুলার মডেল হন শাবনূর। এছাড়া এরই মধ্যে তিনি শেষ করছেন তার অভিনীত সবশেষ ছবি ‘পাগল মানুষ’-এর কাজ। প্রয়াত পরিচালক এম এম সরকারের ফেলে যাওয়া বাকি কাজের দায়িত্ব নেন পরিচালক বদিউল আলম খোকন। তিনিই তা শেষ করছেন। ‘পাগল মানুষ’ ছবিতে শাবনূরের সঙ্গে অভিনয় করছেন নবাগত শাহেন খান। শাবনূর আরও জানান, একটি গানের শুটিং শেষ করলেই এ ছবির কাজ শেষ হবে। এ বছরই ছবিটি দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।

[the_ad id=”312″]

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 77 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ