সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:20 AM, February 18, 2015
বিনোদন প্রতিবেদক : সিনে মিউজিক অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন চিত্রনায়িকা জানভী। অনুষ্ঠানে জানভী অভিনীত সিনেমাসহ ঢালিউডের বিভিন্ন জনপ্রিয় সিনেমার গানের অংশ বিশেষ দেখানোর পাশাপাশি তার সঙ্গে নানা বিষয় কথা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন এরিনা।
এ প্রসঙ্গে জানভী রাইজিংবিডিকে বলেন, সিনে মিউজিক অনুষ্ঠানে আমার অভিনীত সিনেমার গান, অভিনয়, নতুন শিল্পীদের নিয়ে আলোচনা করেছি। সব মিলিয়ে অনুষ্ঠানটি আমার ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’
ঢালিউডি সিনেমার গান নিয়ে ধারণকৃত এ অনুষ্ঠানটি ১৯ ফেব্রুয়ারি এটিএন বাংলায় রাত ১টা ২০ মিনিটে প্রচারিত হবে। সম্প্রতি উত্তরার একটি স্টুডিওতে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। মাকসুমুল আরেফিনের পরিকল্পনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এরিনা।
ঢাকাই চলচ্চিত্রে নতুনদের মধ্যে একটু তাড়াতাড়ি-ই খ্যাতি পেয়েছেন জানভী। এম এ রহিম পরিচালিত জানেনা এ মন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। এ সিনেমার মাধ্যমে বেশ দর্শক প্রিয়তাও পেয়েছেন তিনি। এরপরে সম্প্রতি নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com