যুদ্ধাপরাধীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশিত: 3:21 AM, February 7, 2016

যুদ্ধাপরাধীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে, তারা আইনের আওতায় আসবে।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড- এইসব ভাওতাবাজি মানি না।

শনিবার বিকালে শেরপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। সেটা রাষ্ট্রীয় সম্পদে পরিণত হবে। একইভাবে জামায়াত যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ ঘোষিত হবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আনতে হবে।

মোজাম্মেল হক বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গৌরবগাঁথা লেখা থাকতে হবে। পাশাপাশি পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকার আল শামসরা কী জঘন্য অপরাধ করেছে সেটাও লেখা থাকতে হবে যাতে পরবর্তী প্রজন্ম সঠিকভাবে বিচার করতে পারে।

শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরোর সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি চন্দন কুমার পাল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

[the_ad id=”312″]
সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 114 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ