সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:13 AM, February 7, 2016
শনিবার সন্ধ্যায় রহিম উল্যাকে বহনকারী গাড়িটি সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট অতিক্রম করার সময় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে এমপি রহিম উল্যাকে বহনকারী গাড়ি সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট অতিক্রম করার সময় উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে গাড়িটি লক্ষ্য করে কাঁচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
ইটের আঘাতে এমপির গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। এমপি দ্রুত গাড়ি থেকে নেমে প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের ওপরও হামলা হয়। এতে ওসিসহ ১০ জন আহত হন।
স্থানীয়রা আহত ওসি মেজবাহ উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় সোনাগাজী হাসপাতালে নিয়ে যায়। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এমপি রহিম উল্যা জানান, তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দেখে রাতে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে আওয়ামী লীগ অফিস থেকে তাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়।
সোনাগাজী থানার ওসি মো. হুমাযুন হামলার সত্যতা নিশ্চিত করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com