সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:27 PM, February 11, 2015
বিনোদন ডেস্ক: সম্প্রতি ইন্ডিয়ান বিখ্যাত কমেডি গ্রুপ ‘অল ইন্ডিয়া ব্যাকড(এআইবি)’ তাদের নতুন কমেডি এপিসোডের বিষয় হিসেবে বেছে নিয়েছেন বলিউডের সব আবেদনময়ী অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নগ্ন ও ক্লিভেজের ছবি নিয়ে। এজন্য তারা আবেদনময়ী ও খোলামেলায় বিতর্কের শীর্ষে থাকা পুনম পাণ্ডেকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে। এই প্রসঙ্গে পুনমের সাথে কথা বলতে গেলে পুনম তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেন।
এ প্রসঙ্গে পুনম বলেন, এআইবি’র কাজ এবং শো সম্পর্কে আমি জানি তারা কিছু ভাল কাজ করেছে। কিন্তু আমার সব ছবি বা ভিডিও একান্তই আমার ভক্তদের জন্য । এটা নিয়ে কেউ কোন ফানি শো করবে এটা আমার জন্য বা নারীদের জন্য খুবই অবমাননাকর।
পুনম এখন বলিউডে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী । ‘নেশা’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে নিজের পাকাপোক্ত অবস্থান প্রায় করে নিয়েছেন। আর তিনি এখন ব্যস্ত বলিউডে তার দ্বিতীয় সিনেমা নিয়ে। যদিও বলিউডে তার দ্বিতীয় সিনেমা নিয়ে তিনি এখনও কোন ইনফরমেশন দেননি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com