সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:15 PM, February 6, 2016
মুস্তাফিজের দাম ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬২ লাখ টাকার মতো। সানরাইজার্স হায়দরাবাদে মুস্তাফিজ সঙ্গী হিসেবে পাচ্ছেন যুবরাজ সিংকে।
নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। শনিবার নিলামে তার নাম ওঠার পর তাকে প্রথম ডেকেছিল হায়দরাবাদই। পরের ডাকেই প্রতিযোগিতায় যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
মুস্তাফিজের দাম ৫০ লাখ থেকে তর তর করে বাড়তে থাকে। একসময় ছাড়িয়ে যায় কোটি রুপি। শেষ পর্যন্ত জয় হয় হায়দরাবাদের, তারা ১ কোটি ৪০ লাখ রুপি ডাকার পর হাল ছেড়ে দেয় বেঙ্গালুরু।
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক ও সাকিব আল হাসানের পর এবার ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ পেলেন মুস্তাফিজ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com