সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:44 PM, January 25, 2016
স্পোর্টস ডেস্ক: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভ্যানু সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম এখন পুরোপুরিই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিসিবি’র গ্রাউন্ডস কমিটি।
বুধবার (৬ জানুয়ারী) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়া মাঠ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, যুব বিশ্বকাপ ক্রিকেটের এই ভ্যনুর জন্য আইসিসির দেয়া প্রেসকিপশনের শতভাগ বাস্তবায়ন শেষে ৭ জানুয়ারী বৃহস্পতিবার আইসিসি’র কাছে মাঠটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
তিনি দাবি করেন, ক্রিকেট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ভ্যনুতে। পানি নিস্কাশন ব্যবস্থা, স্টোন বেইজড ৫টি পিচ, যেখানে বাউন্সি ও স্পোটিং উইকেট রয়েছে। সব মিলিয়ে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামকে, ক্রিকেট বিশ্বের অন্যতম সুন্দর ও স্পোটিং ভ্যনুর দাবি করেন বিসিবি’র এই কর্মকর্তা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ ভূইয়া জানান, আইসিসির শর্তের কারণেই জিম্বাবুয়ের সাথে টি২০ সিরিজের ভ্যনু সিলেট থেকে সরিয়ে নেয়া হয়েছে।
বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী জানান, স্টেডিয়ামের বাইরে কিছু কাজ সহ সীমানা প্রাচীরের কাজ এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com