সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:54 AM, January 24, 2015
বিনোদন ডেস্ক : নতুন করে জীবন শুরু করেছেন চিত্রনায়িকা রত্না। তাই তিনি খুঁজছেন তার জীবন সাথীকে। সম্প্রতি তার সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক পেজে এমন অভিব্যক্তি জানিয়েছেন এক স্ট্যাটাসের মাধ্যমে।
তিনি লিখেছেন- ‘জীবন যেন শুরু হলো আবার নতুন করে ……….তোমরা কে কে চাও আমার এ জীবনের সাথী হতে????????’
চিত্রনায়িকা রত্না অভিনীত সর্বশেষ সেদিন বৃষ্টি ছিল সিনেমাটি মুক্তি পেয়েছে। এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যুগল পরিচালক শাহিন সুমন। ভৌতিক গল্পের এ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি কাহিনিও লিখেছেন-রত্না। তার বিপরীতে অভিনয় করেছেন- সুমিত ও অভি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com