আয়ের রেকর্ড গড়লো ‘পিকে’

প্রকাশিত: 12:57 PM, January 16, 2015

আয়ের রেকর্ড গড়লো ‘পিকে’

full_597285883_1421403945ডেস্ক রিপোর্ট : ধর্ম নিয়ে বিতর্ক অার অালোচনা-সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে সাফল্য অব্যাহত রেখেছে আমির খান অভিনীত ‘পিকে’ ছবি। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৬০০ কোটির ওপরে আয় করেছে সিনেমাটি।
মুক্তির আগে পোস্টার বিতর্ক। মুক্তির পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত। এ নিয়ে আদালতে মামলা। সব মিলিয়ে বেশ বিতর্কের মধ্যে দিয়েই যেতে হয়েছে সিনেমাটিকে। তবু বক্স অফিসে সফল পিকে।
বক্স অফিস সূত্র মতে, এ যাবৎ বিশ্বব্যাপী ৬২০ কোটি রুপি আয় করেছে পিকে। সালমান খানের কিক এবং বলিউড কিং শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার বেশ প্রতিযোগিতা করলেও শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে সিনেমা দুটি। বিশ্বব্যাপী কিক এবং হ্যাপি নিউ ইয়ার সিনেমার এ যাবৎ বক্স অফিস আয় ৪০২ কোটি এবং ৩৯৪ কোটি রুপি।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 78 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ