সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:35 AM, February 4, 2016
১৭ মাস ভারতের সেল্টারহোমে রাখার পর বাংলাদেশি তরুণী সেলিনাকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ, যে মানসিক ভারসাম্য হারিয়ে ভারতে চলে যাওয়ার পর দেশটির পুলিশের হাতে আটক হন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে বিএসএফ-বিজিবির মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।
সেলিনা কুমিল্লার লাকসাম উপজেলার পঞ্চপাড়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।
হস্তান্তরের পর ইমিগ্রেশন পুলিশ সেলিনাকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প আইনজীবী অ্যাডভোকেট ইয়াসমিন আরা খুশীর জিম্মায় দেন।
অ্যাডভোকেট খুশি জানান, আজ রাতেই তাকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। স্বজনরা যোগাযোগ করলে তাকে হস্তান্তর করা হবে।
মলদাহ চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির চেয়ারম্যান চৈতলী ঘোষ সরকার জানান, মানসিক ভারসাম্যহীন অবস্থায় আটকের পর সেলিনাকে দীর্ঘদিন চিকিৎসা দেয়ার পর তার নামপরিচয় জানা যায়। পরে তাকে ফেরতের উদ্যোগ নেয়া হয়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com