সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:24 PM, January 7, 2015
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা সিমলা। নাইওর শিরোনামের এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন। এ ছাড়া আরো অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু, সাদিয়াসহ আরো অনেক। সিনেমাটি পরিচালনা করবেন রাশিদ পলাশ।
সিমলা বলেন, ‘আমি বেছে বেছে সিনেমার কাজ করি। এ সিনেমাটির গল্প আমার ভালো লেগেছে, তাই করতে রাজি হলাম। আশা করি, দর্শকদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারব।’
আগামীকাল ৮ জানুয়ারি, বেলা ১১টায় বিএফডিসিতে সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হবে জানা গেছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com