সুনামগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন।

প্রকাশিত: 11:27 PM, August 8, 2022

সংবাদদাতা : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সেলাই মেশিন ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
“মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্য নিয়ে আজ ০৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবনী ভিত্তিক প্রামাণ্য চিত্র অনলাইনে উপভোগ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ, সভা পরিচালনা করেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জ এ জে এম রেজাউল আলম, উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান বিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ; ডা: আহম্মদ হোসেন, সিভিল সার্জন, সুনামগঞ্জ; ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখা; জনাব আনোয়ার-উল-হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ; জনপ্রতিনিধি; বীর মুক্তিযোদ্ধা; বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, নারী প্রতিনিধি এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে ২০জন অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং ২০০ জন অসহায় ও দু:স্থ নারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 64 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ