সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:59 PM, May 1, 2022
সুনামগঞ্জ প্রতিনিধি :
সারাবাংলা ৮৮ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা প্যানেলের উদ্যোগে ইফতার বিতরন কর্মসুচি এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার সকল বন্ধুদের অংশগ্রহণে বাদ আছর পূর্ববাজার জামে মসজিদ প্রাঙ্গন ও পুরাতন বাসষ্টেশন এলাকায় পথচারী রোজাদারদের মধ্যে প্যাকেটকৃত ইফতার সামগ্রী বিতরন করা হয়। বিতরনকালে সুনামগঞ্জ জেলা প্যানেলের কোঅর্ডিনেটর সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, জয়েন্ট কোঅর্ডিনেটর এফবিসিসিআই ও চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক এনাম, জয়েন্ট কোঅর্ডিনেটর শেখ মো: আক্কাছ আলী, জয়েন্ট কোঅর্ডিনেটর আতাউর রহমান, জয়েন্ট কোঅর্ডিনেটর জিয়াউর রহমান জিয়া, কোষাধ্যক্ষ প্রেমানন্দ বিশ্বাস, নির্বাহীসদস্য সাজাউর রহমান, সেলিম আহমদ জায়গীরদার, মদরিছ মিয়া চৌধুরী, ইকবাল হোসেন, হীরন কুমার আচার্য, রামকৃষ্ণ বনিক উপস্থিত পথচারী রোজাদার ও অসহায়দের মধ্যে ইফতারীর প্যাকেট বিতরন করেন।
এরপর স্থানীয় পানসী হোটেলেের ২য় তলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান মিজান। সভায় বক্তব্য রাখেন জয়েন্ট কোঅর্ডিনেটর এনামুল হক এনাম, শেখ মো: আক্কাছ আলী, মো: আতাউর রহমান, জিয়াউর রহমান জিয়া, প্রেমানন্দ বিশ্বাস, নির্বাহীসদস্য সাজাউর রহমান, সেলিম আহমদ জায়গীরদার, মদরিছ মিয়া চৌধুরী, ইকবাল হোসেন, হীরন কুমার আচার্য প্রমুখ। সভা শেষে খালেকাবাদ জামে মসজিদের শ্রদ্ধেয় ইমাম মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com