সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:23 PM, May 1, 2022
ইফতি রহমান :
মহান মে দিবস উপলক্ষে সুনামগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ ১লা মে রবিবার সকাল ১০ ঘটিকায় শ্রমিকদের উপস্থিতিতে শোভাযাত্রা শেষে সুনামগঞ্জ সুরমা মার্কেটস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে ও উপদেষ্টা নিখিল সরকারের সঞ্চালনায় মহান মে দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগটনের উপদেষ্টা তোফাজ্জল হোসেন টুকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য বুরহান উদ্দিন ও সেবক দাস।
বক্তব্য রাখেন উপদেষ্টা সুবোধ দাস, জোতিষ তাং, রবীন্দ্র তাং, নুর আহমদ, সহ সভাপতি সখিল দাস, সাধারন সম্পাদক বিজয় পাল, সাধারন সম্পাদক অনুকুল দাস, কোষাধ্যক্ষ স্বপন সরকার, প্রচার সম্পাদক সজল দাস, সদস্য গোলাম মোস্তফা, নিলু দাস, সদস্য পংকজ দাস, মনজির তাং, সুবল সরকার, দিলীপ দাস, অমর সরকার প্রমুখ।
বক্তারা বলেন, মহান মে দিবসে শ্রমিকদের কল্যানে ও ন্যায্য অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। দেশে দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে শ্রমিকদের অবস্থা অত্যন্ত করুন হয়ে পড়েছে তাই সংগটনের ১৬১জন সদস্যের মধ্যে ন্যায্যমূল্যে খাদ্যদ্রব্য বিতরনে টিসিবি’র কার্ড বরাদ্ধের দাবী জানানো হয়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com