সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:03 PM, August 21, 2021
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও নৌঘাটে সচেতনতা মূলক প্রচারণার লক্ষে মাইকিং করা হয়। পরে পর্যটন কেন্দ্র ও নৌঘাটে মাস্ক বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য ও মাস্ক ব্যবহার না করার দায়ে জরিমানা করা হয়। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলা-উদ্দিনের নেতৃত্বে দুইটি পৃথক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের অভিযানে ১৪ জনকে ০৭ টি মামলায় মোট তিন হাজার একশত টাকা অর্থদ- প্রদান করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলা-উদ্দিন বলেন,মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকল পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন ক্ষেত্রে লকডাউন শিথিল করা হলেও মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা অব্যাহত রয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির জানান, সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় স্বাস্থ্য বিধি প্রতিপালনে এ ধরনের অভিযান আরও জোড়ালোভাবে পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন সুস্থ থাকুন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com