সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:58 PM, August 5, 2021
হৃদয় আমার শুন্য করে
চলে গেছ দূরে,
আর-কি তুমি আসবে ফিরে
মন দরিয়ার তীরে।
পুব আকাশে আলো দেখি-
পাইনা তোমার দেখা,
আসবে বলে আশায় থাকি
মনকে দেই সান্ত্বনা।
আজ অগোছালো মন আমার
তোমার হঠাৎ নিরবতায়,
আমার শূন্য হৃদয় পূর্ণ করো
তোমার কোমল ভালোবাসায়।
আমায় মনে যদি পরে গো আপু
আইসো গোপনে –
দু’হাতে ধরে বসিয়ে দিবো
হৃদয়ের সিংহাসনে,,
থাকবে সেথায় সারাজীবন
শুধু দেখবো স্বপনে।।
“প্রিয় ভাষা আপু
তুমি কি আর ফিরবে না?
তবে কি আজ তুমি শুধু আমার কল্পনা”
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com