সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:28 PM, January 1, 2015
বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন মালাইকা আরোরা মূলত তার আইটেম গানের জন্যই বেশি পরিচিত। সম্প্রতি আইটেম গান নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। আর আইটেম গান নিয়ে সমালোচনা হওয়ার পর বিদ্বেষীদের ওপর মালাইকা ভীষণ চটেছেন বলে শোনা গেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ তারকা বলেন, ‘আমি বুঝতে পারি না আইটেম গান নিয়ে এতো সমস্যা কেন? ভারতীয় সিনেমা মানেই তো নাচ এবং গান।’
মালাইকা আরোরা খানকে ডলি কি ডোলি সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে বলে জানা গেছে। এ তারকা বলেছেন তিনি আইটেম গান নিয়ে সমালোচনা খুবই অপছন্দ করেন।
সম্প্রতি আইটেম গান নিয়ে রাজনীতিবিদদের মন্তব্য নিয়ে তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমি মনে করি ব্যাপারটি খুবই আজব এবং আমি এগুলো খুবই অপছন্দ করি। হাজার হলেও এটা একটা গান।’
তিনি আরও বলেন, ‘আমরা কেন এটাকে একটি বিনোদনের অংশ হিসেবে দেখছি না। ভারতীয় সিনেমা মানেই তো নাচ এবং গান।’
ডলি কি ডোলি সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক দগড়া। সিনেমাটিতে অভিনয় করেছেন সোনম কাপুর, রাজ কুমার রাও সহ অনেকে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com