সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:04 AM, January 25, 2016
সিলেট জেলা তরুণ প্রজন্ম দল সভাপতি লায়েক আহমদকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, লায়েকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় চুরি ও শাহপরাণ থানায় ডাকাতির মামলা রয়েছে। লায়েক নিজেকে প্রজন্ম দলের নেতা দাবি করলেও তিনি এই পরিচয়ের আড়ালে চুরি ও ডাকাতির একাধিক ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন।
তবে, লায়েকের ভাই এনামুল হোসেন বাবলু দাবি করেন, লায়েক একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। আদালত থেকে ফেরার পথে বন্দরবাজার এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায়। লায়েক গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামের নজমুল হকের পুত্র।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com